Breaking News

জ’ঙ্গলে বড় মুরগী ডিম দিতেই পিছন থেকে প্রতিটা ডিম নিয়ে পা’লিয়ে গেলেন যুবতী, ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন :- বর্তমানের সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হয়ে থাকি । বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা উঠে আসে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে । সেখান থেকে আমরা কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করতে পারি। সোশ্যাল মিডিয়ার শুধুমাত্র সামাজিক-রাজনৈতিক ঘটনাকে তুলে ধরে বা মানুষের প্রতিভা তুলে ধরে তেমন কিন্তু নয় ।তার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক ভিডিও কিন্তু আমাদের সামনে তুলে ধরে । যার প্রমাণ আমরা বহুবার পেয়েছি এবং আগামী দিনেও পাব সেটা নতুন করে বলার কোন অপেক্ষা রাখে না।

আমরা যারা শহরে বসবাস করি বা একটু উন্নত জায়গায় বসবাস করে তাদের ক্ষেত্রে এই সমস্ত ঘটনাগুলো বিরল থেকে বিরত ।কারণ সম্প্রতি যে ঘটনাটি আপনাদের সামনে বলতে চলেছি সেটি আপনাদের কাছে বিরল লাগবে যদি আপনি শহর অঞ্চলে বসবাস করেন ।এখানকার মানুষেরা শুধুমাত্র জিনিসপত্র কিনে নিয়ে খুশি থাকে কিন্তু কিভাবে সেগু-লি আসছে বা কেমন ভাবে উৎপন্ন হয়েছে সেটি জানার কোন আগ্রহ প্রকাশ করে না । কিন্তু যদি আপনি গ্রামে গঞ্জের দিকে একটু নজর রাখেন তাহলে কিন্তু দেখবেন সেখানে মানুষগুলো অত্যন্ত পরিশ্রমী হয় সব কিছু জিনিস উৎপাদন করে তা ব্যবহার করে।

সম্প্রতি সেরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে সেখানে দেখা যাচ্ছে যে এক গ্রামের এক মহিলা কোন কারনে জ-ঙ্গলে পা-ড়ি দিয়েছে ।বিভিন্ন গাছ , ফল শাকসবজি পাবার আশায় । বা আপনি এমনটা বলতে পারেন যে সেই মহিলাটি মাছ ধরার জন্য পাড়ি দিয়েছে জ-ঙ্গলের । জ-ঙ্গলের মধ্যে একটি জলাশয় রয়েছে এবং সে জলাশয় যখন তিনি মাছ ধরার জন্য জলে নেমেছে তখনই তার হঠাৎ নজরে আসে যে জলাশয়ের ধারে থাকা একটি গাছের মধ্যে বসে রয়েছে একটি মুরগি ।এবং মুরগিটি ক্রমাগত ডিম পেড়ে যাচ্ছে যা দেখে তিনি আর নিজের লোভ সামলাতে পারেনি ।

সঙ্গে সঙ্গে পৌঁছেছে মুরগির কাছে এবং ডিম অন্য কোথাও পড়ে যাওয়ার আগে তিনি তার নিজের হাতে করে সেটি সংগ্রহ করে থলিতে ভরে নিয়ে চলে যায় । অ-বাক ক-রা কা-ন্ডটি সাইবার দুনিয়াতে ভাইরাল হয়েছে ব্যাপক পরিমাণে । ছ-ড়িয়ে প-ড়েছে নেটদুনিয়া সর্বত্র ।এসেছে প্রচুর মন্তব্য ।তার পাশাপাশি দেখে ফেলেছে অনেকে এবং শেয়ার করেছেন অনেকে ।

Check Also

হে’রে গেলেন তারকা প্রার্থী সায়ন্তিকা, হেরে গিয়ে কেঁ’দে চোখ ভা’সালেন অভিনেত্রী , তু’মু-ল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন :- ২০২১ এর হা-ই-ভো-ল্টেজ বিধানসভা ভোটের ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এবং ক্ষ-ম-তায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *