দেবের সাথে বিয়ে নিয়ে মুখ খুললেন রুক্সিনি, কবে বিয়ে তাদের, তুমুল ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- বাংলার অভিনয়জগতে একজন জনপ্রিয় নক্ষত্র হলেন দীপক অধিকারী । শুধুমাত্র অভিনয় জগতে নিজেকে আবদ্ধ রাখেনি এবং তার পাশাপাশি নিজেকে তুলে ধরেছেন রাজনৈতিক মঞ্চে । এবং সেখানে পেয়েছেন সফলতা । বর্তমান সময়ে দীপক অধিকারী একজন দায়িত্ববান সাংসদ এবং মূলত সাংসদের যা থাকা দরকার তা তিনি নিজের হাতে সাথে করে চলেন ।এর প্রমাণ আমরা বহুবার পেয়েছি এবং বিশেষ করে এই কঠিন মুহূর্তে আরো বেশি করে পাচ্ছি ।





দীপক অধিকারী সাথে বর্তমান সময়ে আরও একটি নাম ওতপ্রোতভাবে জড়িয়ে যায় সেটি হল রুক্মিণী মৈত্র । রুক্মিণী মৈত্র বাংলার অভিনয় জগতে এক উজ্জ্বলতম নক্ষত্র একথা আমরা প্রত্যেকে জানি । বিভিন্ন ধরনের ছবির মাধ্যমে তিনি নিজেকে আত্মপ্রকাশ করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন একজন সফল অভিনেত্রী হিসেবে ।তবে কিছুদিন পেরিয়ে যেতে না যেতেই দেবের সাথে তার সম্পর্ক জড়িয়ে যায় অর্থাৎ দেব এবং তার মধ্যে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যে এখনো পর্যন্ত বর্তমান ।





সাধারণত টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় জগতে থাকা অভিনেতা-অভিনেত্রীদের প্রেম খুব একটা বেশি দিন টেকে না । কিন্তু এই দুই জুটি নজির গড়েছেন বাকি সকলের থেকে । সম্প্রতি একটি ছবির প্রমোশনের জন্য তারা পাড়ি দিয়েছিলেন বাংলাদেশ । এবং সেই বাংলাদেশে সাংবাদিকরা বিভিন্ন ধরনের মন্তব্য করেন দেব এবং রুক্মিণী মৈত্র কে ।অত্যন্ত শান্ত শিষ্ট ভাবে সুন্দর ভাবে সাংবাদিকদের কথার উত্তর দেন তারা ।তাদের মাঝে এক সাংবাদিক প্রশ্ন করে বসে বিয়ের সম্পর্ক নিয়ে ।





অর্থাৎ দেবের সাথে তার বিয়ে কবে হবে । এই সম্পর্ক কোথাও কি তার অভিনয় জগতে ক্ষেত্রে সুবিধা করে দিচ্ছে এই ধরনের প্রশ্ন করেছেন এক সাংবাদিক । তার উত্তরে রুক্মিণী মৈত্র বলেছিলেন আজকে পরপর পাঁচটা ছবি আমি দু বছরের মধ্যে করেছি । দেব আমাকে অফার দিয়েছিল বলে । আমি আগামী সময় আর ২০ টি ছবি শাকিব খানের সাথে করতেই পারি বা অন্য কোন অভিনেতার সাথে করতে পারি তাহলে এমনটা নয় যে তার প্রাধান্য আমার জীবনে কমে যাবে । আমার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হিরো দীপক অধিকারী । তার এই কনফিডেন্স উত্তর শুনে রীতিমত মুগ্ধ করার মানুষ রা ।



















