







নিজস্ব প্রতিবেদন:-কখনো কি এমনটা বিশ্বাস করতে পারবেন যে 5 হাজার টাকার নিচে আপনি পেয়ে যাবেন ফাইভ জি স্মার্টফোন। ঘটনাটি অবিশ্বাস হলেও এই অসম্ভবকে সম্ভব করেছে মুকেশ আম্বানির সংস্থা ।টেলিকম বাজারের পুরো মানচিত্রকে বিগত কয়েক বছর ধরে পাল্টে দিয়েছে মুকেশ আম্বানির এই সংস্থা। বহু বছর ধরে বাজারে অধিকার স্থাপন করা এয়ারটেল এবং ভোডাফোন কে পিছনে ফেলে রীতিমতো একচেটিয়া অধিকার দখল করে রয়েছে জিও।




একাধিকবার নানান ধরনের লোভনীয় অফার জারি করেছে গ্রাহকদের উদ্দেশ্যে ।যার ফলে প্রতিনিয়ত বিপুলসংখ্যক গ্রাহক আকৃষ্ট হয়েছে তাদের উপর ।এমতাবস্থায় দাঁড়িয়ে যেখানে অন্যান্য টেলিকম সংস্থাগুলি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে অন্যান্য টেলিকম সংস্থার সাথে সংযুক্ত হচ্ছে ।সেখানে কিন্তু একাই এক চেটিয়া ভাবে নিজেদের বাড়িয়ে চলেছে মুকেশ আম্বানির সংস্থা ।সম্প্রতি তাদের তরফ থেকে এমনটা জানা যাচ্ছে যে মাত্র 5 হাজার টাকার নিচে ফাইভ জি স্মার্টফোন আনতে চলেছে তারা।




এর আগে অপ ভিভো মটোরোলা বা অন্যান্য কোম্পানিগুলি ফাইভ-জি ফোন লঞ্চ করলেও সর্বকালের সেরা ফোন বলে বিবেচিত হতে চলেছে এবং এর মূল্য পৃথিবীর সমস্ত ফাইভ জি স্মার্টফোন এর মূল্য থেকে অনেকটাই কম বলে দাবি করা হচ্ছে সংস্থার তরফ থেকে। এমনটা জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে এই ফোনের মূল্য রাখা হয়েছে 3 হাজার টাকা ।পরবর্তী ক্ষেত্রে গ্রাহকদের কাছে আড়াই হাজার টাকা তে পৌঁছে দিতে পারে এই ফোনটি











