মুরগীর বাচ্চাদের খে-তে এসে আস্ত মুরগিকেই গি-লে খে-তে গিয়ে প্রা-ণ হা-রালো বিরাট কো-বরা, তু-মুল ভাইরাল হলো ভিডিও!











নিজস্ব প্রতিবেদন:সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খুব সহজেই যেকোনো ঘটনাবলী সম্পর্কে ধারণা লাভ করতে পারি। অনেকেই এই সোশ্যাল মিডিয়ার সাহায্যে নিজের প্রতিভার বিকাশ ঘটিয়ে থাকেন। এর আগেও আমরা এখানে নানান ধরনের ভাইরাল ভিডিও দেখতে পেয়েছি। যেকোনো জীবজন্তু সংক্রান্ত ভিডিও ইন্টারনেট জগতে খুব দ্রুত ভাইরাল হয়ে ওঠে।কোন ভিডিও কতটা ভাইরাল হয়েছে তা লাইক এবং শেয়ারের সংখ্যার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। আর এই লাইক, শেয়ার নির্ভর করে সোশ্যাল মিডিয়ার হাজারো ব্যবহারকারীদের ওপর।





আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সাপ এবং মুরগির ল-ড়া-ই এর একটি বিশেষ ভিডিও নিয়ে আলোচনা করব। এই ভাইরাল ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, মুরগি বাচ্চাদের খাবার জন্য একটি খামারে প্রবেশ করেছে বিশালাকৃতির কো-ব-রা সাপ। আচমকাই সাপটিকে দেখতে পেয়ে প্রথমে আ-ত-ঙ্কি-ত হয়ে পড়ে মুরগিটি।





কিন্তু এরপরে নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য মরিয়া হয়ে পড়ে মা মুরগিটি।ভিডিওতে দেখা যায় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও ক্রমাগত কোবরা সাপের সাথে ল-ড়া-ই চালিয়ে যায় সে। শেষ পর্যন্ত মুরগির সাথে লড়া-ই-তে না পেরে উঠে সেখান থেকে ফেরত চলে যায় সাপটি।





প্রসঙ্গত উল্লেখ্য এই ভিডিওটি দেখে খুব সহজেই মায়ের ভালোবাসা সম্পর্কে ধারণা লাভ করা যাচ্ছে। আমরা সকলেই জানি কিং কো-ব-রা কতটা শ-ক্তি-শালী বি-ষধ-র সাপ।কিন্তু সেই বি-ষ-ধর-সাপের কাছেও ল-ড়া-ই-তে হার মেনে নেয়নি মুরগিটি। অল্প কিছুসময়ের মধ্যেই বারংবার সাপটির উপর আ-ঘা-ত হেনে নিজের সন্তানদের বাঁচিয়েছে সে। চাইলে এই ভাইরাল ভিডিওটি আপনারাও দেখে আসতে পারেন। দর্শকদের সুবিধার্থে এটি প্রতিবেদন এর সাথে সংযুক্ত করা হলো।
https://youtu.be/M3O9T_zGxqI









