শশুরবাড়িতে গিয়ে সন্ধ্যায় সকলের সাথে একসাথে বসে ‘খড়খুটো’ সিরিয়াল দেখলেন তৃনা, চললো হাসি ঠাট্টা, রইলো ভিডিও!











নিজস্ব প্রতিবেদন:সম্প্রতি মাস দুয়েক আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কৃষ্ণকলি খ্যাত অভিনেতা নীল ভট্টাচার্য এবং খড়কুটো ধারাবাহিক খ্যাত অভিনেত্রী তৃণা সাহা। দীর্ঘ কয়েক বছরের প্রেম সম্পর্কের পর গাঁটছড়া বেঁধেছেন তারা। বিয়ের আগে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাদের বিভিন্ন ভিডিও এবং ছবি ভাইরাল হতে দেখা যেত। যুগের সঙ্গে তাল মিলিয়ে এই তারকা দম্পতির দুজনেই অত্যন্ত সক্রিয় নেট দুনিয়ায়।





মুহূর্তের মধ্যেই তাদের শেয়ার করা বিভিন্ন ছবি বা ভিডিও ভাইরাল হয়ে ওঠে ইন্টারনেট মাধ্যমে। এই দুই ব্যক্তিত্বকে বেশ পছন্দ করেন নেট নাগরিকরা। কৃষ্ণকলি এবং খড়কুটো দুটো ধারাবাহিকই খুব অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করে নিয়েছে। যার ফলস্বরুপ বর্তমানে ‘তৃনীল’ জুটির জনপ্রিয়তা রয়েছে শীর্ষস্থানে।





খড়কুটো ধারাবাহিকে পর্দার জগতে গুনগুন যেমন একটি অত্যন্ত চঞ্চল মেয়ের ভূমিকা পালন করছেন; ব্যক্তিগত জীবনেও অত্যন্ত খুনসুটি করতে ভালোবাসেন তিনি।সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অ্যাক্টিভ এই অভিনেত্রী মাঝে মাঝেই নিজের নানান ধরনের ভিডিও শেয়ার করেন অনুরাগীদের সাথে।





খড়কুটো ধারাবাহিকের শুটিং এর সময়ে অনস্ক্রিন দুই ননদকে নিয়ে জমিয়ে টুম্পা গানে নাচ করেছিলেন তিনি। যা বেশ ভাইরাল হয়ে গিয়েছিল দর্শকদের মধ্যে। পরবর্তী সময়ে নিজের আসল বিয়েতেও নীল ভট্টাচার্য’র সাথে এই গানে কোমর দুলিয়ে ছিলেন তৃণা। সম্প্রতি এই অভিনেত্রীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।





ভিডিওতে বিয়ের ঠিক পরের দিন পরিবারের সদস্যদের সাথে বসে নিজের অভিনীত ধারাবাহিক খরকুটো দেখতে দেখা যাচ্ছে তৃনাকে। বেশ মজা সহকারে পরিবারের সদস্যরা নতুন বউয়ের ধারাবাহিক দেখছেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে ভিডিওটি দেখার পর। চাইলে এই ভাইরাল ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। আমাদের এই বিশেষ প্রতিবেদন টি কেমন লাগল তা জানাতে অবশ্যই ভুলবেন না।রইলো সেই ভাইরাল ভিডিও।









