বাচ্চাদের মতো করে মিষ্টি সুরে ‘মাম্মি মাম্মি’ বলে ডাকছে টিয়া পাখি! তু-মু-ল ভাইরাল হলো ভিডিও।











নিজস্ব প্রতিবেদন:সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন অনেক ভিডিও দেখতে পাই তা আমাদের মনকে অত্যন্ত আনন্দ দান করে। যদিও এর মধ্যে কিছু ভিডিও রয়েছে যা দেখার পর আমাদের মন ভারাক্রা-ন্ত হয়ে যায়, তবে ভালো খারাপের মিশেলেই যে কোন জিনিস তৈরি হয়। তাই আমাদের সব দিক থেকেই সোশ্যাল মিডিয়াকে গ্রহণ করা উচিত।





যদিও প্রতিনিয়ত ইন্টারনেটের এই ব্যবহার বৃদ্ধি পাওয়া একেবারেই ভালো চোখে দেখছেন না নেটিজেনরা।কারণ সোশ্যাল মিডিয়ার সাথে অতিরিক্ত বেশি সময় সংযুক্ত থাকার জন্য মানসিক অবসাদে ভোগেন অনেক মানুষ। আবার অনেকেই নিজের পারিবারিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তাই অবশ্যই সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ এর মধ্যে রাখা উচিত।





আজকাল সোশ্যাল মিডিয়ায় যে কোন পশু— পাখি সংক্রান্ত ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে ওঠে। যেমন কিছুদিন আগেই একটি সাপের ভিডিও নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছিল। যেখানে দেখা যাচ্ছিল একটি কুয়োর মধ্যে আচমকাই কোবরা সাপ পড়ে গিয়েছে। কোনভাবে গ্রামবাসীরা কুয়োতে জল তুলতে গিয়ে সেই সাপটিকে দেখতে পান। এর পরেই তারা সর্প উদ্ধারকারী দলকে খবর দেন।





এই উদ্ধারকারী যুবকেরা এসে অনেক কষ্টে কোবরা সাপ টিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়। কিন্তু বেকায়দায় সাপটিকে ধরার চেষ্টা করার জন্য অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গিয়েছিল কোবরাটি। যার ফলস্বরুপ বারংবার উদ্ধারকারী যুবকদের ছোবল মারার চেষ্টা করে সে। কিন্তু উপযুক্ত সাহস এবং প্রশিক্ষণ থাকায় খুব সহজেই প্রাণে বেঁচে যান যুবকেরা।





সম্প্রতি আবারও একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তবে এবার সাপের ভিডিও নয়, একটি টিয়া পাখির। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই টিয়া পাখিকে বেশ অনেকদিন ধরেই মানুষের মতো করে কথা বলার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। কিন্তু ট্রেনিং এর পর সবাইকে অবাক করে হুবহু মানুষের গলায় কথা বলতে শিখে গিয়েছে টিয়া পাখিটি। অবিকল মানুষের গলায় “মাম্মি মাম্মি” বলে ডাকছে পাখিটি।





তার গলার আওয়াজ শুনে একেবারেই বোঝা যাবেনা কোন একটি পাখি কথা বলছে। প্রথমদিকে ভিডিওটি শুরু হওয়ার পর নেট নাগরিকরা সকলেই অবাক হয়ে গিয়েছিলেন। ভিডিওটির কমেন্ট বক্স দেখলেই একথা স্পষ্ট বোঝা যায়। লকডাউনের বাজারে খুব সহজেই এই ভিডিওটি যে কোন মানুষের মন খুশি করে ফেলতে পারে।তাই চাইলে এই ভিডিওটি আপনারাও দেখে নিজেদের বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনার মতামতের মাধ্যমে জানাতে ভুলবেন না।









