দারুন কায়দায় গ্রামের পুকুর থেকে বিরাট আকারের চিতল মাছ ধরলেন যুবক, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন:-দেখুন এই পশ্চিমবাংলায় বসবাসকারী অধিকাংশ মানুষ বাঙালি এখানে ৮৬% বাঙালির বসবাস। তাই এই পশ্চিমবাংলায় মাছের কদর বেশি হবে এমনটা খুব স্বাভাবিক প্রতিনিয়ত পশ্চিমবাংলার বাজারে বেড়ে চলেছে মাছের চাহিদা ।





যেহেতু মাছ এর ব্যবসা করে খুব কম সময়ে অধিক লাভবান হওয়া যায় অনেকেই মাছের ব্যবসার দিকে মনোনিবেশ করেছেন । কিন্তু মাছের ব্যবসা ক্ষেত্রে মাছ ধরা নিয়ে কিছুটা হলেও সমস্যা থেকে যায় অনেকের মধ্যে । এবার সেই সমস্যা সমাধানের ছোট্ট একটা পদ্ধতি দেখানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে করেছে গ্রামের এক বালক।





বর্তমানের এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিভাকে সবার সামনে তুলে ধরা হয় এমনটা আমরা প্রত্যেকে জানি ।তবে শুধুমাত্র নাচ বা গান উঠে আসে এমন কিন্তু নয় ।তার পাশাপাশি মাছ ধরা, জাল ফেলা ইত্যাদি ঘটনাগুলো মাঝেমধ্যে উঠে আসে খবরের শিরোনামে ।।ঠিক তেমনি এবার খবরের শিরোনামে একটি ছেলে ।





গ্রামে চিত্রটা শহরের চিত্র তুলনায় অনেক খানি আলাদা হয়। সবুজে ঘেরা থাকে গ্রাম । সেখানে দূষণ থাকেনা । থাকেনা যান্ত্রিক কোলাহল বা কংক্রিটের মাঝে মানুষের জীবন একঘেয়েমি হয়ে ওঠে না । সে গ্রামের চিত্র তে যদি আপনারা একটু লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে অভিনব পদ্ধতিতে মাছ ধরা হয়ে থাকে । আর সেই চিত্র ফুটে উঠল এই ভিডিওর মাধ্যমে ।





সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে সেখানে দেখা যাচ্ছে যে গ্রামের বেশ কিছু যুবক জলাশয়ের মধ্যে নেমেছে মাছ ধরার জন্য । গ্রামীণ কিছু পদ্ধতি এবং পন্থা অবলম্বন করে তারা মাছ ধরার চেষ্টা করছে । অবশেষে এক যুবক বড় আকারের একটি চিতল মাছ ধরতে সক্ষম হয় ।





এবং সে মাছটি এতটাই বড় ছিল যে একা সামলে উঠতে পারছিলেন না । অবশেষে অন্য একজনের তৎপরতায় শে মাছ টিকে তুলে উপরে আনা হয়। উপরে আনার পর প্রত্যেকেই দেখে মাছটি অত্যন্ত বড় । যা তারা কল্পনাও করতে পারেনি। প্রত্যেকে বাহবা দিতে থাকে সেই যুবককে ।তার পাশাপাশি ভিডিও ভাইরাল হতে থাকে ক্রমশ নেটদুনিয়াতে ।
https://youtu.be/vZayS3q626I









