এক ধা’ক্কায় অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম, অবাক সাধারণ মানুষ!











নিজস্ব প্রতিবেদন :- রোজকার ব্যস্ততম জনজীবনে জিনিষগুলি আমাদের খুব প্রয়োজনীয় সেগুলি কোথাও যেন ধরা ছোঁয়ার বাইরে বেরিয়ে যাচ্ছে । আপনি যদি বাজারের দিকে তাকান তাহলে দেখবেন রীতিমতো আগুন জ্বলছে সে বাজারে । আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারণ মধ্যবিত্ত পরিবারে । তার পাশাপাশি ক-ফিনে শে-ষ পে-রেক পুঁ-তে দিয়েছিল গ্যাসের দাম বৃদ্ধি ঘটনা । সিলিন্ডার গ্যাসের দাম এবং পেট্রোলের দাম পরপর বেড়েই চলেছে । এই নিয়ে সরকারের তরফ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া মেলেনি ।





সাধারণ মানুষের আর্তচিৎকার পৌঁছায়নি সরকারের কান অবধি । আমরা উন্নত হয়েছি তাই মাটির উনুন ছেড়ে স্থানান্তরিত হয়ে ছি গ্যাস ওভেনে । এবং উন্নত প্রযুক্তিতে অভ্যস্ত হয়ে উঠেছে গ্রামে গঞ্জের মানুষেরা এখন যদি এই মত অবস্থায় গ্যাসের দাম বাড়িয়ে তোলা হয় তাহলে সাধারণ মধ্যবিত্ত পরিবারে আগুন লাগবে এমন টা খুব স্বাভাবিক এবং একথা সরকার জানে তবুও সরকার ইচ্ছাকৃতভাবে এই ধরনের কর্মকাণ্ড করে চলে ।





গ্যাস এবং পেট্রোলের দাম বৃদ্ধির ঘটনার পর এবার স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেল কিছুটা । এলপিজি গ্রাহকদের জন্য এই সুখবরটি । কারণ এবার কমলো গ্যাসের দাম । না মিথ্যা কথা নয় একদমই সত্যি । সম্প্রতি তেমনই একটি বিজ্ঞপ্তি জা-রি করা হয়েছে তেল প্রস্তুতকারী সংস্থা গু-লি থেকে ।এবং সেখানে জানানো হয়েছে যে জুন মাসের প্রথম তারিখ থেকে কমবে গ্যাস সিলিন্ডার দাম ।





নতুন নির্দেশিকা অনুসারে জানানো হচ্ছে যে জুন মাসের প্রথম তারিখ থেকে বাণিজ্যিক গ্যাস এবং গৃহস্থলী গ্যাসের দামের তারতম্য ঘটবে । তবে বাস্তব চিত্রটা একটু অন্যরকম গৃহস্থলী গ্যাসের অর্থাৎ ১৪ কেজি গ্যাসের ক্ষেত্রে দামের কোন পরিবর্তন হয়নি । কিন্তু ১৪২ টাকা কমেছে বাণিজ্যের গ্যাসের ক্ষেত্রে অর্থাৎ ১৯ কেজি গ্যাসের ক্ষেত্রে । দিল্লিতে এই মুহূর্তে ১৯ কেজি গ্যাসের দাম ১৪২২ টাকা যা কিছুদিন আগেও ছিল ১৫৪৫ টাকা । এই মুহূর্তে গ্যাসের দাম ১৪১৯ টাকা যা কিছুদিন আগেও ছিল ১৫৪৫ টাকা । স্বস্তির খবর মিলতে কিছুটা প্রশমিত হয়েছে সাধারণ মানুষের ।














