একদম স্বল্প পোশাকের ফাঁকে দেখা যাচ্ছে নাভি, জাহাজের ওপর মাঝ গঙ্গায় তু-মুল নাচ রচনা ব্যানার্জীর, মুহূর্তে ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- বয়স যেন তার কাছে একটা সংখ্যা মাত্র । ফের ভাইরাল অভিনেত্রী । বয়স ৪০ এর উপরে হলেও এখনো পর্যন্ত তার ছাপ পড়েনি শরীরে । যৌ-বন যেন ঠিকরে পড়ছে । এই মুহূর্তে দাঁড়িয়ে টেক্কা দিতে পারে এই প্রজন্মের বহু সুন্দরী অভিনেত্রী দের । আমি কার কথা বলছি আপনারা হয়তো অনেকেই আন্দাজ করতে পেরেছেন এবং অনেকেই করতে পারেননি। তবে বেশি দেরি না করে বলেই ফেলি সেই নামটি। আমি এই মুহূর্তে গত ১০ বছর ধরে দিদি নাম্বার ওয়ান এর সাফল্যমণ্ডিত সঞ্চালিকার কথা বলছি যার নাম রচনা ব্যানার্জি ।





অবশ্য তিনি এই বাংলার জনপ্রিয় একজন অভিনেত্রী ও বটে। কিন্তু অভিনয় জগৎ থেকে বিরতি নিচ্ছেন বহু বছর হল।অভিনয় জগৎ থেকে বিরত নিলেও জনপ্রিয়তা কমে নি বিন্দুমাত্র। বরং বলা বাহুল্য দিদি নাম্বার ওয়ান এর মাধ্যমে তার জনপ্রিয়তা বেড়ে গেছে আরো দ্বিগুন পরিমানএ । এখন প্রতিটি দর্শকের মনে রচনা ব্যানার্জি রয়েছে। ১৯৭৪ সালের ২ অক্টোবর, কলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত এ জন্ম গ্রহণ করেন তিনি । রচনা ব্যানার্জি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে ৩৫টি সিনেমাতে অভিনয় করেন। তিনি বেশকিছু ওড়িশ্যা ছবিতে অভিনয় করেন সিদ্ধার্থ মহাপত্র-এর সঙ্গে।





এছাড়া তিনি অমিতাভ বচ্চনের সাথে হিন্দি ছবিতে অভিনয় করেন। এছাড়া, তিনি উপেন্দ্র ও চিরঞ্জিবের সাথে দক্ষিণ ভারতের ছবিতে অভিনয় করেন। ৯০এর দশকে ভারতীয় বাংলা চলচ্চিত্রে আসা নায়িকাদের মধ্য তিনি প্রথমসারির নায়িকা হিসাবে খ্যাতি পান। রচনা ব্যানার্জী ১৯৯০ সালে মিস ক্যালকাটা পুরস্কার জেতেন। তিনি অভিনয় শুরু করার আগে অনেক সুন্দরী প্রতিযোগিতা জেতেন। তিনি পিতা-মাতার একমাত্র সন্তান। তার আসল নাম ঝুমঝুম ব্যানার্জী। পরিচালক সুখেন দাস তার প্রথম চলচ্চিত্র দান প্রতিদানে (১৯৯৩) তার নাম রাখেন রচনা।





রচনা কটকে সিদ্ধার্থ মহাপত্র-কে বিয়ে করেন। পরে তাদের ছাড়াছাড়ি হয় এবং ওড়িশ্যা চলচ্চিত্র ছেড়ে দেন। পরে তিনি প্রবাল বসুকে বিয়ে করেন এবং তাদের একটি ছেলে প্রনিল বসু। তিনি পরে আর বিয়ে করেন না। তবে এসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পরিমাণে সক্রিয় বাংলার এই অভিনেত্রী। মাঝেমধ্যেই তার অনুগামীদের জন্য তুলে ধরেন বেশ কয়েকটি ভিডিও এবং ছবি। ঠিক সেরকমই আরেকবার একটি গানের সাথে মনের আনন্দে নেচে উঠল বাংলার এই অভিনেত্রী ।তবে সেটি যে বাইরের কোন জায়গায় ক্যামেরা-ব-ন্দি করা হয়েছে তা আপনি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ।





এবং ভিডিওটি যেখানে করা হয়েছে সেখানে সচরাচর কেউ ভিডিও করে না । অর্থাৎ মাঝ সমুদ্রে সমুদ্রের বুক চিড়ে দিয়ে যাচ্ছে জাহাজ এবং সেই জাহাজের অগ্রভাগে দাঁড়িয়ে নাচছে রচনা ব্যানার্জি । পরনে ছিল একটি শট টপ এবং সাদা রঙের একটি জিন্সের প্যান্ট সাথে চশমা আর তাতেই কু-পো-কাত তরুণ প্রজন্মের যুবকরা । তিনি নিজেই সেটি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন এবং মুহুর্তের মধ্যে হয়েছে ভাইরাল । এসেছে প্রচুর মন্তব্য এবং শেয়ারের সংখ্যা ।














