মাছ গঙ্গায় ছোট্ট নৌকা নিয়ে গিয়ে দারুণ কায়দায় হাত দিয়েই একের পর এক জ্যান্ত মাছ ধরছেন যুবক, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- গ্রামেগঞ্জে বা শহরতলীর বিভিন্ন অঞ্চলগু-লিতে যেখানে নদী নালা বা জলাশয় এর পরিমাণ বেশি সেখানে এই ধরনের চিত্র ফুটে উঠতে দেখা যায় । এবং এই চিত্র অন্যান্য বাকি সকল থেকে আলাদা সেটা আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন । আপনাদেরকে তো বলাই হয়নি আমি কোন চিত্রের কথা বলতে চলেছি ।





তাহলে বলে রাখি আপনাদেরকে আমি এই মুহূর্তে মাছ ধরার যে একটি গ্রাম্য পরিবেশের চিত্র ফুটে ওঠে প্রতিনিয়ত আমাদের আশেপাশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে চিত্র কথা বলতে চলেছি।দেখুন পশ্চিমবঙ্গে অধিকাংশ বাঙ্গালীদের বসবাস । এবং বাঙালি মানেই মাছ ভাতের একটা গভীর সম্পর্ক থাকবে এমনটা আমরা প্রত্যেকে জানি । তাই পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে অঞ্চলগু-লিতে মাছের মাছের চাহিদা বেশি থাকবে এমনটা আগে থেকে অনুমান করা যায় । তাই মাঝেমধ্যেই আমাদের আশেপাশে থাকা বিভিন্ন গ্রাম গঞ্জের এলাকাতে মাছ ধরার এক অভিনব পদ্ধতি চিত্র ফুটে ওঠে। সম্প্রতি ফুটে উঠল আর একবার ।





যে ভিডিওটি দেখা গেছে সেখানে দেখা যাচ্ছে যে গ্রামের এক যুবক নৌকা করে নদীর মাঝ নদীতে পাড়ি দিয়েছে শুধুমাত্র মাছ ধরবে বলে ।এবং অন্যান্য বাকি পদ্ধতির বাইরে গিয়ে তিনি বিশেষ অভিনব পদ্ধতিতে মাছ ধরে দেখিয়েছেন । যেমন ধরুন ওই ব্যক্তিটি বড় একটি জা-ল প্রথমে নদীর মধ্যে ফেলে দিয়েছে । তারপর নৌকাটিকে চালানো করেছেন কিনারা দিকে ।





যার ফলে নৌকো সাথেসাথে জাল টি কিনারা দিকে এগিয়ে আসতে শুরু করে এবং জলের ঘনত্ব যখন কমতে থাকে তখন মাছগুলি সে জা-লের ম-ধ্যে আ-টকা প-ড়ে যায় । যার ফলে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে মাছ ও জা-লে আ-টকা পড়ে যায় । তারপর ওই ব্যক্তি সেই মাছগু-লি অন্যত্র স্থানান্তরিত করে দেয় । এভাবেই তাদের জীবনযাত্রা পালন হয় । প্রতিনিয়ত জীবন নির্বাহ করে তারা শুধুমাত্র মাছের ব্যবসা করে ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে । এসেছে প্রচুর মন্তব্য।














