দারুণ মিষ্টি গলায় ‘মা জানলা খোলো গো’ বলে জানালার সামনে ডাকছে ‘মিষ্টি টিয়া পাখি’, ব্যাপক ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন:সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত নানান ধরনের ভিডিও ভাইরাল হতে থাকে। আমরা এই সব ভিডিওগুলি দেখে নিজেদের মনকে আনন্দ দিয়ে থাকি।যদিও এমন অনেক ভিডিও রয়েছে যা আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে। তবে মানুষ সোশ্যাল মিডিয়াকে আজকাল আসক্তিতে রূপান্তরিত করেছেন।কারণ আট থেকে আশি সকল বয়সের বাসিন্দাদের মধ্যেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে। আর এই ব্যাপারটিকে একেবারেই ভালো চোখে দেখছেন না বিশেষজ্ঞরা।





তবে ইন্টারনেট দুনিয়ায় মাঝেসাজেই কিছু ভিডিও ভাইরাল হয় যা অত্যন্ত মন মুগ্ধকর। যেমন সম্প্রতি ইন্টারনেট জগতে একটি টিয়া পাখির ভিডিও হইচই সৃষ্টি করে তুলেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে জানলার ধারে বসে হুবহু মানুষের মতো নকল করে
“মা মা” বলে ডেকে যাচ্ছে একটি টিয়া পাখি। তার গলার স্বর শুনে বোঝাই যাবে না যে একটি পাখি কথা বলছে। মনে হচ্ছে কোন একটি ছোট বাচ্চা যেন আবেগপূর্ণ স্বরে তার মাকে ডাকছে।





সোশ্যাল মিডিয়ায় দ্রুতগতিতে এই ভিডিওটি ভাইরাল হয়ে উঠেছে। ইতিমধ্যেই প্রায় 1 লক্ষ 40 হাজার মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন। অনেকেই ওই টিয়া পাখি এবং তার মালিকের প্রশংসা করছেন। চাইলে আপনারাও এই ভাইরাল ভিডিওটি দেখে আসতে পারেন। আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।









