শ্রাবন্তীর কোলে হঠাৎ ছোট্ট বাচ্চা, বাচ্চাটি কোন জনপ্রিয় অভিনেত্রীর শুনলে অবাক হবেন, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- চ্যাম্পিয়ন সিনেমার মাধ্যমে তার অভিনয় জগতে শুরু হয় তারপর মাত্র ১৬ বছর বয়সে বাড়ি থেকে পা-লিয়ে গিয়ে বিয়ে করে পরিচালক রাজীব চক্রবর্তী কে । বেশ কিছুটা সময় অর্থাৎ বেশ কয়েক বছর সংসার করার পর তাদের মনে হয় এভাবে আর একসাথে থাকা যাবে না । ইতিমধ্যে তাদের ঘর আলো করে এসে ছোট্ট একটি পুত্রসন্তান ।যার নাম ঝিনুক । সেই অবস্থাতে সন্তানকে উপেক্ষা করেই রাজীব এবং শ্রাবন্তী একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ।তারপর শ্রাবন্তী নিজের মতন এবং রাজিব নিজের পথে চলতে থাকে ।





শ্রাবন্তী ততদিনে তার ক্যারিয়ার জীবনের উত্থান ঘটে গেছে ব্যাপক পরিমাণে । জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। তারপর সেই সময়ের মধ্যে তিনি তৈরি করে নিয়েছিলেন বড়সড় অনুগামী মহল । এভাবে একা থাকা যাচ্ছিল না তাঁর পক্ষে তাই তিনি বিয়ে করেন এক মডেলার কে। কিন্তু এক বছর ঘুরতে না ঘুরতে সে স-ম্পর্ক ভে-ঙে যা-য় । তারপর শ্রাবন্তী চ্যাটার্জী বিয়ে করেন রোশন সিং নামে এক ব্যবসায়ীকে ।





অবশেষে তৃতীয় সম্পর্ক ভে-ঙ্গে গে-ছে তার । তবে মাঝেমধ্যে শ্রাবন্তী দ-খল ক-রে খবরের শিরোনাম তা কার্যকলাপের জন্য । অভিনয় জগতের পাশাপাশি তিনি রাজনৈতিক জগতে পদার্পণ করেছিলেন । কিন্তু সাফল্য পাননি তিনি । তাই ধীরে ধীরে কমতে থাকে তার জনপ্রিয়তা । ইতিমধ্যে একটি ভিডিও প্রকাশ কে এসেছে যেখানে দেখা হচ্ছে শ্রাবন্তীর কোলে একটি বাচ্চা । কিন্তু সন্তানটি কার তা এখনো পর্যন্ত জানা যায় নি ।





সে সন্তানকে নিয়ে তিনি একটি ভিডিও করেছেন । যেখানে হাসিখুশি মুহূর্তগুলিকে শ্রাবন্তী তুলে ধরার চেষ্টা করেছে ।তার পাশাপাশি সেই সন্তানকে আদর করতে দেখা গেছে। কিন্তু নেটিজেনদের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই সন্তান কার। কিন্তু সেরকম ভাবে কিছু জানা যায়নি যে সন্তানটি কার। এবং তার সাথে সাথে অভিনেত্রী কাছ থেকে কোনো রকম কোনো উত্তর পাওয়া যায়নি যার ফলে বেড়ে চলেছে জ-ল্পনা ।














