সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা ও মেয়ে সানা গাঙ্গুলীর একসাথে দারুন নাচ, তু’মু’ল ঝ’ড় তুললো সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন:-ব্যক্তিগতভাবে আমরা ক্রিকেট তারকাদের সকলেই ভালোবাসি। কিন্ত খুব কম ক্ষেত্রেই আমাদের সুযোগ হয় তাদের ব্যক্তিগত জীবন জানার। ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং প্রিন্স অফ কলকাতা নামে পরিচিতিপ্রাপ্ত সৌরভ গাঙ্গুলী কে প্রায় সকলেই এক ডাকে চেনেন।একদিনের ক্রিকেটে তার মোট রানসংখ্যা এগারো হাজারেরও বেশি। বহু তরুণ প্রতিভার রোল মডেল হিসেবেও পরিচিত সৌরভ গাঙ্গুলী।





বর্তমানে অবসর গ্রহণের পর সৌরভ গাঙ্গুলী সিএবি এর সভাপতি এবং বিসিসিআই উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে রয়েছেন।কিন্তু আজ সৌরভ গাঙ্গুলী নয়,আমরা কথা বলবো তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে নিয়ে। শুধুমাত্র সৌরভ এর সহধর্মীনি হিসেবেই নয়,ডোনা পরিচিত একজন অসাধারণ বাঙালি ওডিশি নৃত্যশিল্পী হিসেবেও।১৯৯৭ সালে ছোটবেলার বন্ধু, দীর্ঘ কয়েক বছরের প্রেমিক এবং ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডোনা।





সম্প্রতি এই নৃত্যশিল্পী হিসেবে পরিচিত ডোনা গাঙ্গুলীর একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। যেখানে তাকে দেখা যাচ্ছে একটি ওডিসি নাচে অংশগ্রহণ করতে।ইতিমধ্যেই লক্ষাধিক দর্শক সংখ্যা অতিক্রম করেছে তার এই ভাইরাল নাচের ভিডিও টি। ভিডিওতে শুধু ডোনা নয় তার মেয়ে সানাও রয়েছেন।কমেন্ট বক্সে তাদের যুগলবন্দীতে তৈরি এই সাধারণ সুন্দর নাচের প্রশংসা করেছেন অনেকেই।তবে স্বভাবতই কিছু নেতিবাচক কমেন্টও পেয়েছেন এই নৃত্যশিল্পী।





জানা গিয়েছে,দীক্ষা মঞ্জরী নামে একটি নৃত্যগোষ্ঠী আছে ডোনা গাঙ্গুলীর। সেখানেই অনেক শিক্ষার্থীকেই নাচের তালিম দেওয়া হয়। এটির উদ্বোধন করেছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর।নিয়মিত বিভিন্ন নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন তিনি। বর্তমানে তার মেয়ে সানা গাঙ্গুলি ও সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে।প্রায় সময় তার বিভিন্ন ছবি এবং নাচের ভিডিও ভাইরাল হতে থাকে।









