বাবার হাতে বসে ‘মাম্মি মাম্মি’ বলে ডাকছে টিয়া পাখি! দারুন ভাইরাল হলো ভিডিও!











নিজস্ব প্রতিবেদন:সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দরুণ প্রত্যেকদিন আমরা নিত্য নতুন ভিডিও ভাইরাল হতে দেখতে পাই। এইসব ভিডিওগুলি আমাদের প্রতিনিয়ত আনন্দ দিয়ে থাকে। যদিও এমন কিছু ভিডিও রয়েছে যা দেখার পর আমাদের মন ভারাক্রান্ত হয়ে যায়। তবে ভালো খারাপের মিশেলেই যে কোন জিনিস তৈরি হয়। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও তার কোনো রকম ব্যতিক্রম ঘটেনি।





এখানে রাজনীতি থেকে শুরু করে খেলাধুলো, নাচ—গান, কবিতা, অভিনয় প্রভৃতি নানান ধরনের ভিডিও লক্ষ্য করা যায়।এইসব ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ার অসংখ্য ব্যবহারকারীদের দৌলতে দ্রুত নেট মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে।





সোশ্যাল মিডিয়া শুধুমাত্র এসব ভিডিও ভাইরাল করতে নয় কোন মানুষের ব্যক্তিগত প্রতিভার বিকাশ ঘটানোর ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।যেমন কিছুদিন আগেই এই সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে শিরোনামে উঠে এসেছিলেন রানাঘাট স্টেশনের গায়িকা রানু মন্ডল। তার অসাধারন গলায় গান শুনে এক ইঞ্জিনিয়ার যুবক সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন।





এরপর তা মুহূর্তের মধ্যেই নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমনকি বলিউডের অনেক সঙ্গীত পরিচালকদের কাছেও রানুর গান পৌঁছে যায়। এর মধ্যে জনপ্রিয় একজন পরিচালক হিমেশ রেশমিয়া রানু মন্ডল এর সাথে একাধিক বলিউডের গান ও মিউজিক অ্যালবাম রেকর্ড করেন।





ঠিক এরকমভাবেই সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি টিয়া পাখি হুবহু মানুষকে অনুকরণ করে কথা বলছে।এমনকি টিয়া পাখিটির মালিক তাকে যা প্রশ্ন জিজ্ঞেস করছে টিয়া পাখিটি তার যথাযথ উত্তর বলে দিচ্ছে।





ভিডিওটি দেখে রীতিমতো আপ্লুত হয়ে পড়েছেন নেটিজেনরা। কোন পাখি যে অবিকল এভাবে মানুষের ভাষায় কথা বলতে পারে এত সুন্দরভাবে তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। আশ্চর্য হলেও এই ভিডিওটি একেবারেই সত্যি ঘটনা।সোশ্যাল মিডিয়ায় টিয়া পাখির কথা বলার এই অসাধারণ ভিডিওটি এখন দ্রুতগতিতে ভাইরাল হয়ে চলেছে।





এই ভিডিওটি Pablo Parrot ইউটিউব চ্যানেলে ছয় মাস আগে আপলোড করা হয়েছে। তারপর থেকেই তা ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে খানে।ভিডিওটিতে টিয়া পাখিটির বুদ্ধিমত্তা দেখে অবাক সোশ্যাল মিডিয়ার দর্শকরা।একমাত্র সোশ্যাল মিডিয়ার সাহায্যেই আমরা এই ধরনের ভিডিও গুলো মুহূর্তের মধ্যে দেখতে পাচ্ছি। তাই দিনের অন্তভাগে আমাদের অবশ্যই সোশ্যাল মিডিয়াকে কুর্নিশ জানানো উচিত।চাইলে আপনারাও এই ভাইরাল ভিডিওটি দেখে আসতে পারেন। দর্শকদের সুবিধার্থে ভিডিওটি প্রতিবেদনের সাথেই সংযুক্ত করা হলো।









