নীলের জন্মদিনে যে দারুন গিফট দিলেন শ্যামা ও তৃনা, খুব খুশি নীল, দেখুন উপহারের ভিডিও!











নিজস্ব প্রতিবেদন : কৃষ্ণকলি ধারাবাহিক খ্যাত অভিনেতা নীল ভট্টাচার্যকে আমরা সকলেই কম বেশি চিনি। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন তিনি।সম্প্রতি কিছুদিন আগেই ফেব্রুয়ারি মাসে অপর এক অভিনেত্রী তৃনা সাহার সাথে বিবাহব-ন্ধনে আ-বদ্ধ হয়েছেন এই অভিনেতা। তারপর থেকেই খুশির আ-মেজ ছ-ড়িয়ে রয়েছে নীলের পরিবারে। এমতাবস্থায় কিছুদিন আগেই ছিল তার জন্মদিন। সেই উপলক্ষে তৃণা জমিয়ে সেলিব্রেশন করেছিলেন।





শুধুমাত্র তৃণা নয় কৃষ্ণকলি ধারাবাহিকের টিমের সকলেই নীলের জন্মদিনে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে রাত বারোটার সময় কৃষ্ণকলি ধারাবাহিকের এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন সেলিব্রেশন করেন তৃণা সাহা। রীতিমতো বেলুন দিয়ে সাজানো হয়েছিল ঘরের মধ্যেখান। কেক কে’টে অন্যান্য বন্ধু-বান্ধবদের সাথে জন্মদিন উদযাপন করা হয়। জন্মদিনের উপহার হিসেবে নীলকে অনেক কিছু দিয়েছেন তৃণা।





যার মধ্যে রয়েছে একটি সাইকেল। উল্লেখ্য জানিয়ে রাখি, অভিনেতা নীল ভট্টাচার্য সাইকেল চালাতে ভীষণ ভালোবাসেন।এছাড়াও একটি এলইডি টিভি নীলকে উপহার দিয়েছেন অভিনেত্রী। তৃণা ছাড়াও নীলের অনস্ক্রীন স্ত্রী শ্যামা ওরফে তিয়াসা রায়ও একাধিক উপহার দিয়েছেন নিজের সহ অভিনেতা কে। রিস্ট ওয়াচ,সানগ্লাস সহ একাধিক উপহার তিনি দিয়েছেন নীল ভট্টাচার্যকে।





এক কথায় বলা যায় বেশ আরম্ভর সহকারে পালন করা হয়েছে নীলের জন্মদিন।বলে রাখি, গত ফেব্রুয়ারি মাসের 4 তারিখে তৃনা সাহার সাথে গাঁটছড়া বেঁধেছিলেন নীল ভট্টাচার্য।এরপর ঠিক দশদিন বাদে ভ্যালেন্টাইন্স ডের দিন তাদের গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত হয় কলকাতার এক অভিজাত ক্লাবে। বর্তমানে দুজনেই অভিনয় এর কাজে ব্যস্ত থাকার পাশাপাশি চুটিয়ে সংসার করছেন।














