টিভিতে মাকে দেখে টিভিতে হাত ঘষে ঘষেই হেসে খিলখিল করছে ইউভান, ভাইরাল ভিডিও!









মাত্র সাত মাস বয়সেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছে রাজ চক্রবর্তীর পুত্র ইউভান চক্রবর্তী।সম্প্রতি সারা সোশ্যাল মিডিয়া জুড়ে তার ছবি এবং ভিডিও ভাইরাল হতে দেখা যায়।তার বাবা এবং মা দুজনেই তাকে নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে থাকেন। সারাদিন কাজের ব্যস্ততার মাঝেও তাকে সময় দিতে ভোলেন না কেউ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর ছেলের একটি ভিডিও ভাইরাল হয়ে উঠেছে।




মাত্র সাত মাস বয়স হলেও ইতিমধ্যেই ইন্টারনেট জগতে ইউভান এর নামে পেজ এবং ফ্যান ক্লাব খুলে গিয়েছে।সম্প্রতি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে টিভিতে মাকে নাচতে দেখে বড় বড় চোখ করে সেই নাচ দেখছে ছেলে। প্রসঙ্গত ডান্স বাংলা ডান্সের বিচারক হিসেবে যোগদান করেছেন শুভশ্রী।




মা হওয়ার পর এই রিয়েলিটি শো এর মাধ্যমেই আবারো পর্দার জগতে ফিরে এসেছেন তিনি। শুভশ্রীর এখানে নাচ দেখে তার ছেলে অবাক হয়ে গিয়েছে। তার মা যে সেলিব্রিটি এটি এখনও বোঝার বয়স হয়নি সাত মাস বয়সী ইউভানের।তাই স্বাভাবিকভাবেই তার মা কিভাবে টিভির মধ্যে ঢুকে গেল তা নিয়ে শিশুটির মনে প্রশ্ন জেগেছে। সোশ্যাল মিডিয়ায় দ্রুতগতিতে এই ভিডিওটি। প্রতিদিন এখানে নিজের মাকে নতুন রূপে দেখতে পাচ্ছে ইউভান। স্বাভাবিকভাবেই শিশুটি অত্যন্ত অবাক হচ্ছে প্রত্যেকটা দিন। আর সেই ভিডিও তার বাবা রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। চাইলে আপনারাও দেখে আসতে পারেন সেই ভিডিওটি। রইলো ভিডিও।











