লাল বা হলুদ নয়, সবুজ কুসুমের ডিম পাড়ছে মুরগি, তা করা হলো ওমলেট, তু-মু’ল ভাইরাল হলো ভিডিও!











নিজস্ব প্রতিবেদন:সোশ্যাল মিডিয়ায় আমরা ক্রমাগত নানান ধরনের ভাইরাল ভিডিও দেখতে পাই।এর মধ্যে এমন কিছু ভিডিও রয়েছে যা আমাদের আশ্চর্য করে রেখে দেয়।যেমন সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি উড়ন্ত সাপের ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছিল।প্রথমে সকলে অবাক হয়ে গিয়েছিলেন এই ভিডিওটি দেখে। অনেকেই মনে করেছিলেন ভিডিওটি হয়তো এডিট করে বানানো হয়েছে। কিন্তু পরবর্তীতে জানা যায় এই ধরনের সাপ আফ্রিকার কিছু জায়গায় দেখা যায়। সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো এমন ধরনের একটি ঘটনা কখনোই খালি চোখে মানুষের সামনে আসতো না।





শুধুমাত্র জিনিস জানতে বা বুঝতে নয় মানুষকে পরিচিতি দিতেও আজকাল সহায়তা করছে সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম।এই প্রসঙ্গে আমরা রানু মন্ডল এর নাম নিতে পারি। রানাঘাট স্টেশনে বসবাস করতেন তিনি। অসম্ভব সুন্দর গানের গলা ছিল তার।





একদিন এক ইঞ্জিনিয়ার যুবক অতিন্দ্র চক্রবর্তী রানুর গানের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন।মুহূর্তের মধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং এতটাই জনপ্রিয়তা পায় যে রানু বলিউডের গান গাওয়ার সুযোগ পেয়ে যান। যদিও নিজের অহংকারের কারণে সেই জায়গা ধরে রাখতে পারেননি রানু মন্ডল।





সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এইরকম ভাবে একটি ভিডিও ভাইরাল হয়েছে। প্রথমে ভিডিওটির সত্যতা সম্পর্কে সন্দেহ থাকলেও পরবর্তীতে জানা গিয়েছে এটি একেবারেই সত্যি ঘটনা। ভাইরাল ভিডিও থেকে জানা যাচ্ছে ভারতের কেরালার এক গ্রামে মুরগিরা ডিম দেয় সবুজ রংয়ের। অর্থাৎ এই ডিমের কুসুম এর রং সবুজ। রান্নার পরেও এই রঙের কোনরকম পরিবর্তন হয় না।





প্রথম দিকে খামারের মালিক ভেবেছিলেন হয়তো মুরগীদের খাবারের ক্ষেত্রে কোন সমস্যা হচ্ছে তাই এই ধরনের ডিম দিচ্ছে তারা। কিন্তু দেখা যায় এই এলাকার প্রায় সব মুরগির ক্ষেত্রেই একই ঘটনা। এই প্রসঙ্গে বৈজ্ঞানিকরা দাবি করেছেন কোন কারণে জৈবিক কারণ থাকার জন্য এই ঘটনা ঘটেছে।চাইলে এই ভাইরাল ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। দর্শকদের সুবিধার্থে এটি প্রতিবেদন এর সাথেই যুক্ত করা হয়েছে।














