বাড়ির মধ্যেই উঠোনে দুই বড় কো-বরা সাপের মধ্যে ব্যাপক ল-ড়াই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন:আজকাল স্মার্টফোনের কারণে আমরা খুব সহজেই পৃথিবীর যেকোনো কোনায় পৌঁছে যেতে পারছি। যার ফলস্বরুপ খুব দ্রুত সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে প্রভাব বিস্তার করে চলেছে। এই মাধ্যমের সাহায্যে যেকোনো মানুষ পরিচিতি লাভ করতে পারেন। শুধুমাত্র তাই নয়, অল্প সময়ের মধ্যেই এই প্লাটফর্ম আমাদের সাফল্য লাভ করতে সাহায্য করে।যে কারণে খুব দ্রুত তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে মানুষের কাছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার ছড়িয়ে পড়েছে।





সোশ্যাল মিডিয়ায় জীবজন্তু সংক্রান্ত যেকোন ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে ওঠে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন কিছু ভিডিও নিয়ে আলোচনা করব। প্রসঙ্গত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সাপের ভিডিও খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে উঠোনের মধ্যে দুটি ভ-য়-ঙ্কর কোবরা সাপ ল-ড়া-ই-তে মগ্ন হয়েছে।





কিছুক্ষণ ল-ড়া-ই চলার পর আচমকাই ছোট সাপটি বড় সাপটিকে নিস্তেজ করে ফেলে। উল্লেখ্য ক্ষমতা কম থাকার পরেও ছোট সাপটি খুব সহজেই বড় কো-ব-রা টিকে ল-ড়া-ইতে হারিয়ে দিয়েছিল। “স্নেক ভিডিও” নামে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের তরফ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই ঝ-ড়ে-র গতিতে এটি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। চাইলে আপনারাও এই ভিডিওটি দেখে আসতে পারেন। রইল বিস্তারিত ভিডিওসহ প্রতিবেদন।
https://youtu.be/rhQ9-0FjVyQ









