







নিজস্ব প্রতিবেদন:-ইতিমধ্যেই ই শ্রম কার্ড এবং লেবার কার্ড নিয়ে একাধিক সংশয় সৃষ্টি হয়েছে জনসাধারণের মধ্যে ।অনেকেই বলছেন যে কোন কার্ড করা বেশি সুবিধাজনক হবে পাশাপাশি কেউ প্রশ্ন করেছে যদি কোন ব্যক্তির দুইটি কার্ড একসাথে করিয়ে থাকে তাহলে কোনো সমস্যা হবে? জেনে নেব সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এ প্রতিবেদনের মাধ্যমে। তার আগে আমরা জেনে নেই সিম কার্ডের জন্য কি কি সুবিধা পাওয়া যাচ্ছে।




এই ই শ্রম কার্ডের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে অতি অবশ্যই আপনার বয়স ১৬ থেকে ৫৯ বছর এর মধ্যে হতে হবে। তার পাশাপাশি আপনার আধার কার্ড থাকা জরুরী এমনকি একটি চালু নম্বর থাকা অত্যন্ত জরুরী।ব্যাঙ্ক এর পাসবুক থাকা জরুরি ।এই পোর্টালের আওতায় অসংগঠিত শ্রমিক বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাবেন। অসংগঠিত শ্রমিকরা প্রায় ২ লক্ষ টাকার বীমা পাবেন।




তবে যদি কোনো শ্রমিক শারীরিক ভাবে অক্ষম হয়ে যায় তাহলে ১ লক্ষ টাকা করে পাবে। ই-শ্রম পোর্টালের জন্য শুধু মাত্র অসংগঠিত শ্রমিক অবেদন করতে পারবেন। কৃষি কাজে নিযুক্ত শ্রমিক ,কল কারখানায় নিযুক্ত শ্রমিক ,আটো ডাইভার ,চা শিল্পে নিযুক্ত শ্রমিক, হোটেলে নিযুক্ত শ্রমিক, বিল্ডিং বা রাজমিস্ত্রী নিযুক্ত শ্রমিক, অটো মোবাইল নিযুক্ত শ্রমিক, স্বর্ণ কাজে নিযুক্ত শ্রমিক সহ আরো অনেকে।




ই শ্রম কার্ড কে মূল্যায়ন করা হয়েছে দুই ভাগে প্রথমত কাজের ভিত্তিতে এবং দ্বিতীয়ত সামাজিক সুরক্ষার ভিত্তিতে কাজের ভিত্তিতে দেখতে গেলে যে সমস্ত সুবিধা গুলি আপনারা পাবেন সেগুলি হল১০০ দিনের কাজ পাবেন প্রতিবছর। ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক লোন পাবেন। দীনদয়াল উপাধ্যায় প্রকল্পের মাধ্যমে আপনি আপনার ছেলেমেয়েদেরকে ট্রেনিং করাতে পারেন এবং ট্রেনিং এর শেষে নিশ্চিত চাকরি রয়েছে।আপনার বয়স যদি ১৮ থেকে ৪৫ বছর হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা মাধ্যমে আপনি ট্রেনিং করতে পারেন চাকরির এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে হবে। তার পাশাপাশি আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে যা আপনার ভবিষ্যতে কাজে আসবে।




অপরদিকে সামাজিক সুরক্ষার দিক দিয়ে যে মূল্যায়ন করা হয়েছে সেখানে আপনি যে সমস্ত সুবিধাগুলো পাবেন সেটি হল
এখানে আপনি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা সুবিধা পাবেন।যেখানে অসংগঠিত শ্রমিকের প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পাবেন। তার পাশাপাশি ন্যাশনাল পেনশন স্কিম এর সুবিধা রয়েছে।রয়েছে অটল পেনশন স্কিম এর সুবিধা। যেখানে আপনি প্রতিমাসে ৫ হাজার টাকা করে পেনশন পাবেন। এর পাশাপাশি সুকন্যা সমৃদ্ধি যোজনা রয়েছে এই প্রকল্পের আওতায় ঠিক এই ধরনের একাধিক প্রকল্প রয়েছে এই কার্ডের মধ্যে।




এরপর আমরা জেনে নেবো যে লেবার কার্ড এর সুবিধা গুলি কি কি
মূলত লেবার কার্ড এর সুবিধা বলতে যদি আপনি দুর্ঘটনার কারণে অক্ষম থাকেন কোন কাজের জন্য তাহলে আপনাকে বার্ষিক 25 হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
দুর্ঘটনায় চিকিৎসা ভাতা 1 থেকে 5 হাজার টাকা দেওয়া হবে।
চিকিৎসার অস্ত্রোপচারের জন্য 30 হাজার টাকা দেওয়া হবে।




যক্ষায় আক্রান্ত হলে 3000 টাকা করে দে ওয়া হবে।
কোন নির্মাণ কর্মীর নির্মাণ ক্ষেত্রে মৃত্যু ঘটলো এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দে ওয়া হবে।
পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে জানানো হয়েছে যে কোনো কারণে যদি গ্রাহকের মৃত্যু হয় তাহলে তার অর্ধেক ভাতা পাবে তার স্ত্রী ।




এছাড়া আরও একাধিক প্রকল্পের সুবিধা রয়েছে। প্রাথমিকভাবে এমনটা মনে করা হচ্ছে যে ই শ্রম কিছু কিছু অসুবিধা রয়েছে আবার কিছু কিছু সুবিধা লেবার কার্ড এ বেশি মাত্রায় রয়েছে। দুইটি কার্ড কিন্তু গোটা ভারতবর্ষের জন্য বৈধ ।এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে যেকোনো একটি কার্ড করাতে হবে ।যেকোনো কাজ করলেই আপনি সুযোগ-সুবিধা পাবেন সমানভাবে।











