Jio Phone Next : জিও ফোনে কী শুধু জিও সিমই ব্যবহার করতে হবে নাকি যে কোনো সিম ব্যবহার করতে পারবেন, জেনে নিন

আকাশবার্তা অনলাইন ডেস্ক: এই দীপাবলিতে অর্থাৎ ৪ নভেম্বর ভারতীয় বাজারে লঞ্চ করেছে ভারতীয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও -এর নতুন স্মার্টফোন JioPhone Next । যা তৈরি হয়েছে গুগল এবং জিও -এর পার্টনারশিপে। রিলায়েন্স জিও-এর লক্ষ্য ছিল ভারতে মধ্যবিত্তদের বাজেটে একটি স্মার্টফোন নিয়ে আসার এবং সেই লক্ষ্যে তারা সাফল্য পেয়েছে। ভারতীয় বাজারে এই JioPhone Next এর দাম রয়েছে ৬,৪৯৯ টাকা। তবে আপনা ইএমআই অপশন বেছে নিয়েও এই ফোন কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে ১৯৯৯ টাকা এবং তারপর ২৪ মাসে বাকি টাকা শোধ করতে হবে।

ডুয়াল সিম সাপোর্ট, দুটোই কি লাগবে জিও সিম?:এর আগে জিও যেই ফোন বাজারে এনেছিল তাতে জিও সিম ছাড়া কাজ করত না অন্য কোনো সিম। তবে এই JioPhone Next-এ রয়েছে ডুয়াল সিম সাপোর্ট ‌। ফলে ক্রেতাদের মনে প্রশ্ন জেগেছে, এই 4G ফোনের দুটো সিম কার্ডই কি প্রয়জন হবে জিও? উত্তরটি হল, তা একদমই না। এই ফোন জিও সিমের পাশাপাশি সাপোর্ট করবে অন্য টেলিকম সংস্থার সিমও। অন্য সমস্ত 4G ফোনের মতোই এতে ঊকটি সিম কাজ করবে 4G হিসেবে এবং আর একটি সিম কাজ করবে 2G বা 3G হিসেবে। তবে এক্ষেত্রে আপনার JioPhone Next-এ যদি দুটোই জিও ব্যতিরেক অন্য সংস্থার সিম হয় তবে ফোন অ্যাক্সেস করতে সমস্যা দেখা দিতে পারে।

কীভাবে সিম কাজ করবে?:আপনার কেনা JioPhone Next-এ যদি একটি রিলায়েন্স জিও সিম এবং আর একটি অন্য কোনো টেলিকম সংস্থার সিম কার্ড থাকে তাহলে আপনি জিও সিম থেকে ইন্টারনেট থেকে শুরু করে ভয়েস কল, এসএমএস সমস্ত ফেসিলিটি পাবেন এবং অপর সিমটিতে ইনকামিং এবং আউটগোয়িং কল ফেসিলিটি প্রদান করা হবে। দ্বিতীয় এই সিম দিয়ে আপনি কোনোরকম ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button