ক্রমশ বাড়ছে নিম্নচাপ। পশ্চিমবঙ্গের এই 9 টি জেলায় বিশেষ সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। রইলো বিস্তারিত।











নিজস্ব প্রতিবেদন:-পশ্চিমবঙ্গের উপর যে তাণ্ডব চালানো ঘূ-র্ণিঝড় সেটি আর ভাষায় প্রকাশ করার মতো নয় । পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা গুলির দিকে যদি একটু লক্ষ রাখা যায় তাহলে দেখব কি বী-ভৎ-স পরিমাণ ক্ষ-তি করেছে সেখানে । গত কয়েক বছরে এই ধরনের জলোচ্ছ্বাসের সাক্ষী থাকেনি এলাকাবাসী বহু এলাকা প্লাবিত হয়ে গেছে জলমগ্ন শহরের প্রতিটি আনাচ-কানাচ ।।





আবহাওয়া বিদ রা আগে থেকেই জানিয়েছিলেন যে দীঘা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে এর প্রভাব পড়তে পারে ব্যাপক পরিমাণে । তার সাথে সাথে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষ-তির সম্ভাবনা বি-পুল পরিমাণে । কিন্তু অল্পের জন্য রক্ষা পেয়ে গেল কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল গুলিতে। বলা যেতেই পারে একদম কলকাতার কান ঘেঁষে বেরিয়ে গেল ঘূ-র্ণি-ঝড় ।





ইয়াশ এর দা-প-ট কেটে যাওয়ার পর আলিপুর আবহাওয়া দপ্তর একটি সাংবাদিক বৈঠক করেন সেখানে জানান যে আগামী ৯ ঘণ্টা এর শক্তি একই পরিমানে থাকবে ।৯ ঘণ্টা পর থেকে শ-ক্তি হারাতে শুরু করবে এই ঘূ-র্ণিঝ-ড় । সেই মুহূর্তে দীঘাতে গতিবেগ ছিল ৮৮ কিলোমিটার এবং কলকাতাতে গতিবেগ ছিল ৬৬ কিলোমিটার তবে পশ্চিমের জেলাগুলিতে যেমন বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।









