লকডাউন অ-গ্রাহ্য করে বিয়ে বাড়ি যাওয়ায় বরযাত্রীদের ব্যাঙ দৌঁড় দৌঁড়ানো করালেন পুলিশ, ব্যাপক ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন:করোনাভা-ই-রাস এর দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার পর থেকে সারা দেশজুড়ে মানুষ ঘর বন্দি হয়ে পড়েছেন। বেশিরভাগ জায়গাতেই লকডাউন এর পথে হাঁটতে বাধ্য হয়েছে রাজ্যগুলি।পরিস্থিতি স্বাভাবিক না থাকায় নানান ধরনের সমস্যা পড়ে গিয়েছে। ইতিমধ্যেই বিয়ে বাড়ি থেকে শুরু করে শেষকৃত্য অনুষ্ঠানকে নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে।যাতে কোনরকম ভাবে ভিড় বা জমায়েত সৃষ্টি না হয় সেই চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে।এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ঘটনা সামনে এলো। এই ঘটনাটি প্রকাশ্যে দেখার পর অভিভূত হয়ে পড়েছেন নেট নাগরিকরা।





আবার ঘটনা টি দেখে অনেকের মনেই আ-ত-ঙ্ক সৃষ্টি হয়েছে।প্রসঙ্গত লকডাউন চলার কারণে বেশিরভাগ জায়গাতেই বিয়ে বাড়ির সদস্যসংখ্যা নিয়ন্ত্রণ করে রাখা হয়েছে। কিন্তু তা সত্বেও বেশকিছু জায়গাতেই জমিয়ে আনন্দে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে মানুষকে। সম্প্রতি ঠিক একই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে।মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় লকডাউনের কড়া বিধিনিষেধ অমান্য করে পুলিশের হাতে ধরা পড়েন প্রায় ৩৫ জন।





উল্লেখ্য মধ্যপ্রদেশের ওই জেলার উমারি গ্রামের একটি বিয়ে বাড়িতে এসেছিলেন এই ব্যাক্তিরা। সূত্রের খবর অনুযায়ী, ৩০০ জনেরও বেশি অতিথি এই বিয়েতে উপস্থিত ছিলেন। অতিথি সংখ্যা এত বেশি হওয়া সত্বেও কারুরই মুখে ছিল না মাস্ক। প্রয়োজনীয় সতর্কবার্তাও মেনে চলেননি কোন ব্যক্তি।





যার ফলস্বরুপ শেষ পর্যন্ত পুলিশ তাদের ধরা পড়ার পর শাস্তি দিতে বাধ্য হয়। ইন্টারনেটে তুমুল ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে,শাস্তিস্বরূপ ওই ব্যক্তিদের লাঠি উঁচিয়ে ফ্রগ জাম্প করানো হয় পুলিশকর্মীদের পক্ষ থেকে। বরযাত্রীদের সকলেই এই ব্যাঙ দৌড়ে অংশগ্রহণ করেন। এর আগেও আমরা ঠিক এই ধরনের অনেক ঘটনা লক্ষ্য করেছি। তবে এতকিছুর পরেও যেন মানুষের মধ্যে সতর্কবার্তা সঠিকভাবে দেখা যাচ্ছে না।
In Bhind "Baaratis" were made to do ‘Frog Jump’ for violating #CovidIndia-19 restrictions. The wedding was being organized, in violation of the lockdown restriction enforced in Bhind @ndtv @ndtvindia @GargiRawat @manishndtv pic.twitter.com/QftxjTsFvL
— Anurag Dwary (@Anurag_Dwary) May 20, 2021









