আমেরিকায় মাছের বাজার কেমন? আমেরিকায় কিভাবে সবাই বাজারে গিয়ে মাছ কেনে? রইলো ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন:আমাদের সকলের মধ্যেই বিদেশ সম্পর্কে জানার আগ্রহ রয়েছে। কারন অনেকেই অতিরিক্ত অর্থ খরচের জন্য খুব সহজে দেশের বাইরে যেতে পারেন না। যে কারণে আমরা সাধারনত সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভরশীল থাকি বিভিন্ন তথ্য জানার জন্য। যেমন আমাদের বাঙ্গালীদের মধ্যে মাছ — ভাতের চাহিদা রয়েছে, হয়তো আপনারা অনেকেই জানেন না বিদেশেও ঠিক এমনটাই রয়েছে।





আজকের এই বিশেষ প্রতিবেদন এর মাধ্যমে আমরা আলোচনা করবো বিদেশের কোথায় মাছের বাজার কেমন!এখানে সাধারন ভাবে কত মূল্যে এক একটি মাছ বিক্রি হয় এবং কিভাবে খরিদ করে থাকেন গ্রাহকেরা!তাহলে আসুন দেরি না করে আমাদের এই প্রতিবেদনটি শুরু করা যাক।





সম্প্রতি একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে জানা গিয়েছে, বিদেশের বাজারে শুধুমাত্র মাছ নয়; শামুক,ঝিনুক প্রভৃতি নানান দ্রব্যও বিক্রি করা হয় ভারতীয় বাজারের মতো। ভিডিওতে আরও দেখা যাচ্ছে যে বিদেশের একটি সুপার মার্কেটে নানান ধরনের মাছ সাজিয়ে বিক্রি করা হচ্ছে পরপর। একের পর এক গ্রাহকেরা এসে সেই মাছ কিনে নিয়ে যাচ্ছেন।এখানে বেশিরভাগ সমুদ্রের মাছ হলেও শুটকি মাছ পর্যন্ত রয়েছে।এছাড়াও কাঁকরা,বিভিন্ন সাইজের চিংড়ি মাছ প্রভৃতি তো রয়েছেই।





সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে বেশিরভাগ মাছ জ্যান্ত অবস্থায় বিক্রি করা হচ্ছে। আমরা সকলেই জানি মরা মাছের তুলনায় জ্যান্ত মাছের স্বাদ একেবারেই অতুলনীয়। এখানে গিয়ে মাছ কেনা ছাড়াও আপনি আগে থেকে অর্ডার করে রাখতে পারেন। হয়তো আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসছে মাছের মূল্য নিয়ে ।





জানিয়ে দিই, সামুদ্রিক মাছের দাম কিছুটা বেশি হলেও অন্যান্য বিভিন্ন মাছের দাম অনেকটা ভারতীয় বাজারের মতই। ড্রাই করে রাখা থেকে শুরু করে ফ্রিজে রাখা সব ধরনের মাছই আপনি এখানে পেতে পারেন। চাইলে আপনারাও এই অসাধারণ ভাইরাল ভিডিওটি দেখে আসতে পারেন। এর মাধ্যমে খুব সহজেই আপনারা এমন কিছু তথ্য লাভ করবেন যা হয়তো কখনোই আগে জানতেন না।অবশ্যই একটি মতামতের মাধ্যমে আমাদের এই প্রতিবেদনটি আপনার কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। রইলো ভিডিও।




