দারুন পদ্ধতিতে গ্যাস বার্নারের ফ্লেম বাড়িয়ে নেবেন যেভাবে, রইলো ভিডিও সহ!











নিজস্ব প্রতিবেদন :-আমরা যখন কোন ঘরকে পরিষ্কার করি তখন ঘরের আনাচ-কানাচ নজরে রাখি যাতে কোন জায়গা বাদ না চলে যায় কারণ যদি নিয়মিত ঘর পরিষ্কার না করা হয় তাহলে ধীরে ধীরে সে ঘরের সৌন্দর্য তা নষ্ট হতে শুরু করে তার পাশাপাশি ঘরের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে সৃষ্টি হয় তাই বাড়ি পরিষ্কার করা অত্যন্ত জরুরি দিনে অন্তত একবার কিন্তু যে জিনিসটির কথা আমরা ভুলে যাই পরিষ্কার করতে সেটি হল গ্যাস বার্নার ।





অনেকে অনেক ধরনের গ্যাস ওভেন চিমনি ব্যবহার করে থাকে। প্রতিদিনই বিভিন্ন ধরনের তেল মসলাজাতীয় খাবার রান্না হওয়ার জন্য সেই গ্যাস বার্নার এর মধ্যে ধীরে ধীরে নোংরা জমতে থাকে যা পরবর্তীকালে সঞ্চিত হয়ে বড় নোংরা তে পরিণত হয় এবং যদি সময়মতো নেই গ্যাস বার্নার এর নোংরা পরিস্কার না করা হয় তাহলে কিন্তু বড় বিপদের সম্ভাবনা থাকে । তাই আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে বলতে এসেছি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব কম সময় মধ্যে গ্যাস বার্নার কি আপনারা পরিষ্কার করতে পারবেন ।





১) তেতুল :- একটি গরম জলের পাত্রে বেশকিছু তেতুল এবং ডিটারজেন্ট ফেলে দেন দেন। এবং ওই গরম জলের মধ্যে গ্যাসের বার্নার গুলি কে বেশ কিছুক্ষণ ধরে রাখুন। তাহলেই দেখবেন একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে ।
২) লেবু :- একটি পাত্রে গরম জল নিন এবং তার মধ্যে ফেলে দিন দুই ফোঁটা লেবুর রস এবং বেকিং সোডা। তারপরও ঘণ্টাখানেক ধরে রাখুন গ্যাসের বার্নার । মিলবে ফল হাতেনাতে।





৩) ভিনিগার – গরম জলে কয়েক ফোঁটা ভিনিগার দিয়ে তার মধ্যে গ্যাস বার্নার দুটি চুবিয়ে রাখুন। তারপর ব্রাশে একটু ডিটারজেন্ট নিয়ে গ্যাস বার্নার দুটি ঘষতে থাকুন, মুহুর্তের মধ্যে গ্যাস বার্নার পরিষ্কার হয়ে যাবে।
৪) হারপিক:- ঘরের মধ্যে যদি লেবু ,ভিনিগার বা তেঁতুল কোনটাই না থাকে তাও অসুবিধা নেই। ঘরে হারপিক তো আছেই। এই হারপিক দিয়ে ও গ্যাস বার্নার পরিষ্কার করা যায়। একটা পাত্রে গ্যাস বার্নার দুটি নিন, তারপর ঐ বার্নার দুটির ওপর হারপিক ফেলে দিন। এরপর ব্রাশ দিয়ে একটু ঘষলেই পরিষ্কার হয়ে যাবে গ্যাস বার্নার দুটি।





৫)ইনো – গরম জলের মধ্যে সার্ফ আর একটু পরিমাণ ইনো নিন এবং আধঘন্টা ধরে চুবিয়ে রাখুন গ্যাসের বার্ণার গুলিকে। তারপর আধঘন্টা পর জল থেকে তুলে লেবুর খোসা দিয়ে ঘষতে থাকুন বার্নার গুলিকে । মিলবে ফল।
তাহলে উপরিক্ত উপায় অনুসারে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে করে নিতে পারেন বার্ণার পরিষ্কার খুব কম সময়ে ।









