গাছে উঠে দারুন কায়দায় বড় মৌচাক থেকে মধু নিতে গিয়ে ঘটলো বি-প’ত্তি, তুমুল ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন:সোশ্যাল মিডিয়ার সাহায্যে আমরা খুব সহজেই এমন কিছু ভিডিও দেখতে পাই যা আমাদেরকে আশ্চর্য করে রেখে দেয়। সাধারণত কোনদিনই খালি চোখে এই সব ভিডিও আমাদের পক্ষে দেখা সম্ভবপর নয়। তাই বর্তমানে আমরা সারাটা দিন সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভরশীল থাকি। বর্তমানে অনেকেই এই নেট দুনিয়াকে গণমাধ্যম এর থেকেও বেশি শক্তিশালী বলে মনে করছেন।





গণমাধ্যম অর্থাৎ টেলিভিশন এবং সংবাদপত্র।কারণ যে কোন খবর দ্রুত এই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে ওঠে।টেলিভিশনে আসার আগেই আমরা অনলাইন নিউজ পোর্টাল গুলিতে বিভিন্ন ধরনের খবরা খবর পেয়ে থাকি। তাই বর্তমানে টেলিভিশনকে ছেড়ে সামান্য কিছু নেটের পয়সা খরচ করে সকলেই স্মার্ট ফোন ব্যাবহার করছেন।





সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ভিডিও দেখার জন্য নয়, যে কোন মানুষকে পরিচিতি দেওয়ার জন্যও ব্যবহৃত হয়। কোন অসুবিধা এবং অর্থকষ্ট থাকায় যেসব মানুষ নিজেদের প্রতিভাকে সঠিক ভাবে বিকশিত করতে পারেননি তারাই সোশ্যাল মিডিয়াকে অনন্য প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন। আজকাল আমরা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার প্রভৃতি খুললেও আমরা দেখতে পারি সেখানে নানান ধরনের নাচ গান এবং অন্যান্য বিভিন্ন ভিডিও শেয়ার করা হয়েছে।





এর মধ্যে কিছু ভিডিও আছে যা আমাদের জ্ঞান লাভ করতে সাহায্য করে। যেমন দিন দুয়েক আগেই একটি ভিডিও সকলের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। অসাধারণ সেই ভিডিওটিতে দেখা যাচ্ছিল কোন একটি গ্রাম্য অঞ্চলের একটি গাছ থেকে মৌচাক এর সাহায্যে মধু বের করার ঘটনা।সবাই একত্র হয়ে যেভাবে এই কাজটি করেছিলেন তা দেখে আপ্লুত হয়ে পড়েছেন নেট নাগরিকরা।





ভিডিওতে দেখা যাচ্ছে গ্রামের একটি বড় গাছের মধ্যে মৌচাক ধরা পড়েছে। তাই এক ব্যক্তি সেই গাছে উঠে মৌচাক থেকে মধু বের করার চেষ্টা করছেন। কিন্তু এর জন্য বিশেষ কয়েকটি পদ্ধতি রয়েছে। সাধারণভাবে মৌচাকে উঠে মধু বের করার চেষ্টাকরলে যে কোন মানুষকেই মৌমাছিদের ভ-য়ঙ্ক-র আ-ক্রম-ণে-র মুখে পড়তে হবে। কিন্তু ভিডিওতে দেখা যায়, মৌচাকের নীচে শুকনো পাতা এবং কাঠ, খড় দিয়ে আগুন জ্বা-লিয়ে দিতে হবে। এরপর গাছে উঠে বেশ দক্ষতার সাহায্যে ওই ব্যাক্তি মধু নিয়ে আসেন।





ভিডিওর শেষ অংশে দেখা যায় গ্রামবাসীরা সকলে মিলে সেই মধুগুলিকে পরিশুদ্ধ করে এক জায়গায় রাখছেন। সম্ভবত তারা এভাবেই জীবিকা নির্বাহ করে থাকেন।আমরা সকলেই জানি গ্রামাঞ্চলের মানুষ সাধারণত কৃষিকাজ এবং বিভিন্ন দ্রব্য ও বনজ সম্পত্তির সংগ্রহের মাধ্যমেই দিন কাটান।





কারণ এইসব অঞ্চলে শহরের মত সুবিধে নেই। যদিও বর্তমানে অনেক গ্রামের এলাকা উন্নত হয়ে গিয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় আজও ডিজিটাল সুবিধা পৌঁছে উঠতে পারেনি। যাইহোক চাইলে আপনারাও এই ভাইরাল ভিডিওটি দেখে আসতে পারেন। একটি মন্তব্যের মাধ্যমে অবশ্যই নিজেদের মতামত আমাদের জানাবেন এবং ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে।









