প্রথম তলা ডুবে যাওয়ার পরেও পদ্মার ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে গাজী কালুর বাড়ি! তুমুল ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :- দীর্ঘদিন ধরে পদ্মার পাড়ে আশ্চর্যজনকভাবে বছরের পর বছর ধরে দাঁড়িয়েছিল বিশাল তিনতাল একটি বাড়ি। বহু বন্যা পেরিয়ে গেছে কিন্তু সেই বাড়িটি থেকে গেছে একেবারে অটুট। আশেপাশে সমস্ত বাড়ি যখন বন্যার কবলে ধ্বংস হয়ে গেছে তখনও পর্যন্ত কিন্তু বছরের পর বছর ধরেই মাথাচাড়া দিয়ে থেকে গেছে গাজু কালীর এই বাড়িটি। বাংলাদেশ এক আশ্চর্যজনকভাবে ইতিহাস সৃষ্টি করেছে বিশালাকৃতির এই বাড়িটি।




কিভাবে পদ্মার কিনারে এত নরম মাটিতে এত বড় বাড়ি বছরের পর বছর ধরে দাঁড়িয়ে রয়েছে তার রহস্য উদঘাটন করতে পারেনি কেউ এখনো পর্যন্ত। তবে অবশেষে পদ্মা গ্রাস করল সেই বাড়িটিকে। কিছুদিন আগে ভিডিও প্রকাশ্যে উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে যেখানে পদ্মার প্লাবনে তলিয়ে গেছে বাজার হাট ঘরবাড়ি রাস্তা ব্রিজ সেখানে পদ্মার একদমই গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে তিন তালা এই বাড়িটি।




বাড়িটি এতটাই কাছে অবস্থিত যে পদ্মার জল ছুঁয়ে যায় তার ভীত কে। কিন্তু কিভাবে এত দুর্বল মাটির উপর এত বড় বাড়ি দাঁড়িয়ে রয়েছে বছরের পর বছর ধরে তা ভেবে কূলকিনারা পাচ্ছে না অনেকে। সেই বাড়ির ভিতরে ছোট্ট একটি মসজিদ। অনেকে আবার এটাকে ঈশ্বরের কৃপা বা দান হিসেবে মনে করেন। তবুও এমনটা বলা যেতেই পারে যদি পরবর্তী ক্ষেত্রে কোনো কারণে অতিরিক্ত জলোচ্ছ্বাস দেখা যায় বা আসে তাহলে কিন্তু সেই বাড়িটি ভেঙে জলের তলায় তলিয়ে যেতে পারে।




তাই আগে থেকে সাবধানতা নেওয়া দরকার। তবে এবার সেই বাড়িটি কেউ পদ্মা নদী গ্রাস করতে চলেছে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করা হয়েছে ইউটিউবে সেখানে দেখা যাচ্ছে যে বাড়ির নিচের অনেকটা অংশ মধ্যে পদ্মা নদীর জল ঢুকে গিয়েছে এবং বাড়িটি অনেকখানি সামনের দিকে এগিয়ে চলে এসেছে অর্থাৎ মাটি থেকে বেসামাল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সে বাড়িটি। যেকোনো মুহূর্তে পদ্মা নদীর মধ্যে তলিয়ে যেতে পারে। যদিও প্রশাসনের তরফ থেকে সেই বাড়িতে থাকা সমস্ত মানুষজনদের কে অন্যত্র নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু বিশাল আকৃতির 10 কোটি মূল্যের এই বাড়িটি হয়তো আর কিছুদিনের মধ্যে পদ্মার মধ্যে তলিয়ে যাবে।











