







নিজস্ব প্রতিবেদন :- যেহেতু গোটা পৃথিবীতে এই ম-হামা-রী প্র-কোপ এত বড় আকারে প্রথম হলো তাই এই ম-হামা-রীর প্রকোপ থেকে মানুষ একাধিক শিক্ষা গ্রহণ করতে পেরেছে। মানুষ শিখেছে যে বাইরের কোনো পরিবেশ নয় বরং দুঃসময়ে পরিবার থাকে পাশে পাশাপাশি শিখেছে যে টাকা-পয়সা নিয়ে কখনো অ-হঙ্কার করা উচিত নয়। কারণ যেকোন মুহূর্তে আপনি উপর থেকে একদম নিচে নেমে যেতে পারেন।




পাশাপাশি শিখেছে যে চাকরি বা প্রাইভেট ফার্মে চাকরী কখনোই জীবনের প্রতিষ্ঠিত হওয়া কে চিহ্নিত করতে পারে না। কারণ এই মুহূর্তে চাকরি তুলনায় ব্যবসা করার প্রবণতা দেখা যাচ্ছে অধিকাংশ ছেলে মেয়েদের মনে। কি ব্যবসা করলে অল্প সময়ে কোটিপতি হওয়া যায় বলুন তো ?জানেন না? যদি না জেনে থাকেন জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।




তথ্যপ্রযুক্তির :- তথ্যপ্রযুক্তি ব্যবসা বর্তমান যুগে সব থেকে লাভবান ব্যবসা হতে চলেছে। কারন এখনকার যুগে মানুষ সামান্য ঘরের বাইরে বেরোলে বা ঘরের মধ্যে থাকা অবস্থাতে তথ্য প্রযুক্তির সাহায্য নিচ্ছে। ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তির সাথে যুক্ত থাকতে পছন্দ করছে বর্তমান যুগের ছেলে মেয়েরা। তাই তথ্যপ্রযুক্তি ব্যবসা যদি আপনি এই মুহূর্তে করতে পারেন তাহলে কিন্তু অধিক লাভবান হতে পারেন ঠিক যেমনটা হয়েছেন বিল গ্রেটস।




গৃহায়ন ব্যবস্থা:- এই ব্যবসায় আপনাকে সাফল্য পেতে গেলে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। এবং থাকতে হবে তুখোড় বুদ্ধি । অতীতকালে এই ব্যবসা যেমন রমরমা ছিল বর্তমানেও ঠিক তেমনি রয়েছে। বলাবাহুল্য তার থেকে আরও বেশি রয়েছে কাজেই এই ব্যবসা আপনি করতে পারেন।




ফ্যাশন ও খুচরা পণ্য :- এই ব্যবসার মাধ্যমে অনেকে নিজের ভাগ্য পরিবর্তন করে থাকে। নিজস্ব ব্র্যান্ডের জামাকাপড় বা খুচরো পণ্য তৈরি করে তা পাইকারি বাজারে বিক্রি করে অনেকেই প্রচুর পরিমাণে লাভবান হয়। এবং প্রতি বছর অনেকেই কোটি কোটি টাকার ধন সম্পত্তির মালিক হয়েছে।




ফাইন্যান্স এবং বিনিয়োগ :- বর্তমানে শেয়ার মার্কেটের রমরমা অনেকখানি। বিনিয়োগের মাধ্যমে অনেকেই অনেক টাকার অধিকারী হয়ে উঠছে । যেমন ধরুন ওয়ারেন বাফেট যিনি বিনিয়োগের ক্ষেত্রে প্রবাদ পুরুষ। তার মোট সম্পত্তির পরিমান ৭৮.১ বিলিয়ন ডলার। শেয়ার মার্কেটের ঝুঁকি থাকলেও লাভের পরিমাণ কিন্তু অনেক বেশি। মাত্র এক ঝটকায় আপনি পেয়ে যেতে পারেন কয়েক লক্ষ টাকা।











