“দিদি তুই খুব দ্রুত সুস্থ হয়ে উঠ.. এটাই চাই রে”,- দিদির সাথে লাইভে এসে কা’ন্না’য় ভে-ঙে পড়লেন শুভশ্রী, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন:টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় কে আমরা সকলেই চিনি। সম্প্রতি কিছুদিন আগেই করোনা ভাইরাসে আ-ক্রা-ন্ত হয়েছিলেন নায়িকা। যার ফলস্বরুপ নিজের ছেলের থেকে অনেকটাই দূরে চলে গিয়েছিলেন তিনি। কিছুদিন আগেই সবে সুস্থ হয়ে উঠেছেন অভিনেত্রী। এরমধ্যে আবারও শুভশ্রীর দিদি এবং সদ্য বিবাহিত দেবশ্রীর ভা-ইরাস আ-ক্রা-ন্ত হওয়ার খবর সামনে এলো।প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। প্রথমবার বিবাহ বি-চ্ছে-দের পর প্রায় দীর্ঘদিন একা ছিলেন তিনি।





এরপর আচমকাই চলতি বছরে মাত্র ২৮ দিনের প্রেমে বিয়ে করার সিদ্ধান্ত নেন দেবশ্রী।অমিত ভাটিয়া নামে এক পাঞ্জাবি কে বিয়ে করেছেন তিনি।করোনা আ-ক্রা-ন্ত দিদির শরীর নিয়ে অত্যন্ত চিন্তিত রয়েছেন শুভশ্রী। তাই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে শেষ পর্যন্ত তার সুস্থতা কামনা করতে বাধ্য হলেন। শুভশ্রী জানিয়েছেন,’দিদি তুই দ্রুত সুস্থ হয়ে ওঠ! পরিস্থিতির সাথে ল-ড়া-ই করতে হবে’।





প্রসঙ্গত উল্লেখ্য দিন কয়েক আগেই মাতৃ দিবস এবং রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ইউভান এবং স্বামী রাজকে নিয়ে প্রিয় বড় দিদির বাড়িতে উপস্থিত হয়েছিলেন নায়িকা। সেখানে জমিয়ে সেলিব্রেশন করতে দেখা গিয়েছিল তারকা দম্পতি কে। এরপর কিছুদিন আগেই ছিল তাদের তৃতীয় বিবাহ বার্ষিকী।কিন্তু করোনা পরিস্থিতিতে সম্পূর্ণ ঘরোয়াভাবেই কেক কেটে ছেলেকে নিয়ে বিবাহ বার্ষিকী উদযাপন করেন রাজশ্রী জুটি। নেট দুনিয়ায় সেই সময়ে একাধিক ছবি শেয়ার করেছিলেন তারা। যা মুহূর্তের মধ্যেই এই তারকা দম্পতির ভক্তদের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল।









