মাত্র 499 টাকায় বাড়িতে নিয়ে আসুন নতুন ইলেকট্রিক স্কুটার! 18 মিনিট চার্জে চলবে 75 কিলোমিটার রাস্তা! রইল বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন:জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বেশ সমস্যায় পড়েছেন আপামর জনগণ। এমতাবস্তায় সুখবর নিয়ে আসতে চলেছে একটি সংস্থা। এই সংস্থার সাধারন মানুষকে মাত্র 499 টাকায় ইলেকট্রিক স্কুটার প্রদান করছে। আপনাদের মনেও হয়তো প্রশ্ন জাগলো এই ব্যাপারটিকে কেন্দ্র করে। তাহলে বিস্তারিত জানতে হাতে সময় নিয়ে আমাদের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করুন।




প্রসঙ্গত উল্লেখ্য, তামিলনাড়ুর একটি কারখানায় এই স্কুটার তৈরি হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই বাজারজাত হতে চলেছে এই স্কুটার টি। জানা গিয়েছে,এই ইলেকট্রিক স্কুটারে আছে লিথিয়াম-ion ব্যাটারি। এই ব্যাটারি পরিবর্তন করা যাবে।এই গাড়িতে ক্লাউড কানেকটিভিটি, অ্যালয় Wheels, সামনে টেলিসকোপিক সাসপেনশন, এলইডি লাইটিং, ফ্রন্ট ডিস্ক ব্রেক-সহ বিভিন্ন সুযোগ-সুবিধা আছে।মাত্র ১৮ মিনিট চার্জ দিকেই এই স্কুটারের ব্যাটারি অর্ধেক চার্জ হয়ে যাবে। এরফলে আপনি ৭৫ কিলোমিটার যেতে পারবেন।




এছাড়াও,মাত্র ৪৯৯ টাকা পকেটে থাকলেই স্কুটার বুক করা সম্ভব। অবশ্য, কেউ যদি পরবর্তীতে স্কুটার না নিতে চান, তাহলে তাঁর টাকা ফেরত দেওয়া হবে সংস্থার তরফ থেকে। বুকিং করার জন্য লগ ইন করুন olaelectric.com। এরপর ‘Reserve for Rs 499’ বাটন প্রেস করুন। আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না।












Hi Ami-Rintu pal
Hi Ami-Rintu pal , Ami coti Nita 6i
Burry good
Total cost, Time for full charge, How much km service from one time full charge, Availability after how long of booking. Please send me the details.