সাধারণ মানুষের জন্য বাস চলাচল নিয়ে বড় দুঃসংবাদ, কোন রুটে কটা বাস চলবে, জেনে নিন!











নিজস্ব প্রতিবেদন:করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আগমনের পর লকডাউন চলাকালীন সময়ে আবারো শেষ পর্যন্ত চালু করা হচ্ছে বাস পরিষেবা। গত এপ্রিল মাসের শেষ দিক থেকেই আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছিল বাস-ট্রেন সহ অন্যান্য যাতায়াতের পরিষেবা। বর্তমানে লকডাউন চলাকালীন সময়ে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসে গিয়েছে।





যার ফলস্বরুপ লকডাউন চললেও বিভিন্ন নিয়মে অনেকটাই শিথিলতা আনা হয়েছে রাজ্য সরকারগুলির তরফ থেকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই নিয়ম এর কোন ব্যতিক্রম ঘটেনি।ওয়াকিবহাল মাধ্যমের খবর অনুযায়ী আগামী বুধবার থেকে কলকাতায় বাস পরিষেবা চালু করা হচ্ছে।শুধুমাত্র বাস নয় সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থাগুলিও চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।





তবে সেখানে মাত্র 25% কর্মীরাই কাজ করতে পারবেন। ব্যাংকের ক্ষেত্রে নিয়মাবলী এক রাখা হয়েছে। অর্থাৎ সকাল 10 টা থেকে দুপুর দুটো পর্যন্ত গ্রাহকেরা ব্যাংকের পরিষেবা পাবেন।সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্যের বেশ কিছু জায়গায় বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে। আপাতত লকডাউন আরো কিছুদিন বৃদ্ধি করার সিদ্ধান্তের কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।





কড়া নির্দেশিকা জারি করার ফলে সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। তবুও কোনরকম ঝুঁকি নিতে রাজি নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী 1 লা জুলাই পর্যন্ত আবারো লকডাউন করার কথা জানিয়েছেন তিনি। তবে বিভিন্ন নিয়মের ক্ষেত্রে অনেকটাই ছাড় দেওয়া হয়েছে।









