একদম টাইট স্বল্প লাল পোশাকে উ-ন্মুক্ত না’ভিতে মঞ্চে উ-দ্দা’ম নাচ সুন্দরী অভিনেত্রী মধুমিতার, তুমুল ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন: অভিনেত্রী মধুমিতা সরকারকে চেনেননা এরকম ব্যক্তি বর্তমানে খুব কমই রয়েছেন। এই মুহূর্তে সকল পরিচালক এবং ফটোগ্রাফার দের প্রথম পছন্দ অভিনেত্রী মধুমিতা সরকার।প্রথম জীবনে ধারাবাহিকে অভিনয় এর মাধ্যমে নিজের অভিনয় জগত শুরু করলেও বর্তমানে একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।





প্রথমবার সান বাংলায় প্রকাশিত সবিনয় নিবেদন ধারাবাহিকে দেখা গিয়েছিল মধুমিতা কে। এরপর জনপ্রিয় ধারাবাহিক “বোঝেনা সে বোঝেনা” তে অভিনেতা যশ দাশগুপ্তর বিপরীতে অভিনয় করেন মধুমিতা।এই ধারাবাহিকের মাধ্যমেই তিনি এতটাই জনপ্রিয়তা পান যে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে যান।





২০২০ সালে মুক্তিপ্রাপ্ত মধুমিতা সরকার অভিনীত চিনি চলচ্চিত্রটি দর্শকদের মাঝখানে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এই ছবিতে মধুমিতা ছাড়াও অভিনয় করেছিলেন অপরা-জিতা আঢ্য। মা ও মেয়ের সম্পর্কের যে সমী-করণ এই ছবিতে দেখানো হয়েছিল তা দর্শকদের কাছে অত্যন্ত প্রশংসার লাভ করে। বর্তমানকালের অনেক সম-স্যাকে চলচ্চিত্রটিতে তুলে ধরা হয়েছিল অত্যন্ত সহজভাবে যা মানুষের মনকে আকর্ষিত করছিল। মধুমিতাকে দেখে আজকাল বোঝাই যায় না একসময় কতটা সাধারণ ছিলেন তিনি।





সোশ্যাল মিডিয়ায় ভক্ত সংখ্যা কম নয় এই নায়িকার। অত্যন্ত সক্রিয় এই অভিনেত্রী নিজের অ্যাকা-উন্ট থেকে নানান ধরনের বো-ল্ড ফটো-শুটের ছবি শেয়ার করে থাকেন প্রায়শই। যা মুহূর্তের মধ্যেই অনুরাগীদের কাছে ভাইরাল হয়ে ওঠে।এমনকি বলিউডের অভিনেতা বরুণ ধাওয়ান ও সম্প্রতি মধুমিতার ছবিতে কমেন্ট করেছিলেন যা ছড়িয়ে গিয়েছিল নেট দুনিয়ায়।এরোই মাঝে ফিল্মফেয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মধুমিতার নাচের কিছু মুহূর্ত নেটদুনিয়ায় চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে।





এই ভিডিওতে দেখা যাচ্ছে সম্পূর্ণ লাল রঙের উ-ন্মুক্ত টাইট পোশাক পড়ে জনপ্রিয় হিন্দি গানের নাচ করছেন মধুমিতা সরকার। নাচের সময় তার শারীরিক দৃ-ষ্টিভঙ্গি এবং অসাধারণ সৌন্দর্য সহজেই আকৃষ্ট করেছে ভক্তদের। চাইলে আপনিও এই ছোট্ট ভিডিওর কয়েকটি মুহূর্ত দেখে আসতে পারেন। কিছুদিনের মধ্যেই কালার্স বাংলা চ্যানেলের এই অনুষ্ঠানটি সম্প্রসারণ করা হবে এমনটাই জানা গিয়েছে। সেই নাচের মুহূর্তে মধুমিতার এক ঝলক দেখার জন্য বর্তমানে আকুল হয়ে রয়েছেন দর্শকগণ।



















