তিন নদীর মোহনায় ঘূ-র্ণিস্রোতের মুখে পড়ল বড় জাহাজ, পাক খেতে খেতে ঘটলো বিশাল বি-পত্তি, কোনোরকমে প্রাণে বাঁ-চলেন যাত্রীরা,ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন-সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খুব সহজেই বিশ্বের যেকোনো কোনায় পৌঁছে যেতে পারি। যার ফলস্বরুপ খুব দ্রুত মানুষের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ছড়িয়ে পড়ছে।গতবছর লকডাউন এর সময় থেকেই বিশেষত তৃতীয় বিশ্বের দেশগুলোতে ক্রমাগত সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ছে বলে দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।





আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল ভিডিও গুলি সম্পর্কে আলোচনা করব।ইন্টারনেট জগতে প্রতিনিয়ত কিছু না কিছু ভাইরাল হতেই থাকে। হাসি মজা থেকে শুরু করে নাচ গান এরমধ্যে কোন কিছুই বাদ নেই। এছাড়াও এখানে নানান ধরনের শিক্ষামূলক ভিডিও দেখতে পাওয়া যায়।





সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে একটি এমন ঘটনার ভিডিও যা দেখলে দুর্বল মানুষেরা অত্যন্ত আ-ত-ঙ্কিত হয়ে পড়তে পারেন। ভিডিওতে দেখা যাচ্ছে তিন নদীর মোহনার ঘূর্ণি স্রোতের মুখে একটি জাহাজ বিশাল বিপত্তিতে পড়ে গিয়েছে। বেশকিছু সময় টালমাতাল অবস্থায় চলতে দেখা যায় ওই বড় জাহাজ টিকে। প্রথমে অনেকেই ভয় পেয়ে গিয়েছিলেন জাহাজে থাকা যাত্রীদের জন্য।





কারণ সামান্য একটু হেরফের হলেই জাহাজে অবস্থিত যাত্রীদের প্রাণহানি ঘটতে পারত। ঘটনাটি বাংলাদেশের চাঁদপুরের। ভিডিওর শেষ অংশে দেখা যায় ঘূর্ণি স্রোত অ-তিক্র-ম করে অনেক কষ্টে জাহাজটি নিজের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যায়। জাহাজটির বি-প-দ থেকে উদ্ধার পাওয়ার ঘটনাকে অনেকেই ঈশ্বরের আশীর্বাদ বলে অভিহিত করেছেন। চাইলে আপনারাও এই অসাধারণ ভিডিওটি দেখে আসতে পারেন।









