কাজের খোঁজে মুম্বাইয়ের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী











নিজস্ব প্রতিবেদন:অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃ-ত্যু-র পর বছর খানেক কেটে যাওয়ার পরেও মৃ-ত্যু-রহস্যের কোনরকম সমাধান হতে দেখা যায়নি। প্রসঙ্গত গতবছর লকডাউন চলাকালীন সময়ে হঠাৎ করেই ১৪ ই জুন নিজের ফ্ল্যাটে মৃ-ত অবস্থায় পাওয়া যায় সুশান্তকে। প্রথমে তার মৃ-ত্যু প্রকৃতপক্ষে আ-ত্ম-হ-ত্যা না খু-ন তা নিয়ে জল্পনা থাকলেও পরে ম-য়নাত-দন্তে-র রিপোর্ট আসার পর আ-ত্ম-হ-ত্যা-র সত্যতা প্রমাণিত হয়। অভিনেতার আ-ত্মহ-ত্যা-র খবর শোনার পর অবাক হয়ে গিয়েছিলেন ভক্তরা।





কারণ চেনাশোনা মানুষদের মধ্যে সকলেই জানতেন কখনোই সুশান্ত আ-ত্মহ–ত্যা করার মতো ছেলে ছিলেন না। এমনকি তার মত মেধাবী ছাত্র খুব কমই ছিল বলিউডের মধ্যে। একাধিক ভালো সিনেমা তিনি উপহার দিয়েছেন বলিউডকে। এরমধ্যে রয়েছে এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, কাই পো চে, ছিছোড়ে, শুদ্ধ দেসি রো-মা-ন্স প্রভৃতি।কিছু চলচ্চিত্র বাণিজ্যিকভাবে সেরকম সাফল্যমন্ডিত না হলেও সুশান্তের অভিনয় ছিল নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। দিন কয়েক আগেই সুশান্ত অভিনীতছবি ছিছোড়ে জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা ছবির তকমা লাভ করেছে।





প্রথমে বেশ কিছুদিন তার মৃ-ত্যু নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন সব জায়গাতেই প্রতিবাদের ঝ-ড় উঠতে দেখা যায়। কিছু দিন পেরিয়ে যাবার পর আচমকাই এসব প্রতিবাদ ধামাচাপা পড়ে যেতে শুরু করে। তবে এই সময় হঠাৎ করেই সুশান্তের তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম সকলের সামনে আসে। জানা যায় বাঙালি বংশোদ্ভূত এই অভিনেত্রী মাদক দিতেন সুশান্তকে। শুধুমাত্র তাই নয় সুশান্তের পরিবারের তরফে আর্থিক তছরুপ নিয়েও অভিযোগ জানানো হয় রিয়ার বি-রু-দ্ধে।





ইডি থেকে শুরু করে এনসিবি সকলেই সুশান্তের এই মৃ-ত্যু-র ঘটনায় ত-দ-ন্ত করতে উপস্থিত হয়েছিলেন। এরপর রিয়া চক্রবর্তীকে গ্রে-ফ-তার করা হয়। কিন্তু ২৮ দিন পর ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং দেশ না ছাড়ার শর্তে তিনি জামিন পেয়ে যান। তবে অভিনয় জগৎ থেকে এক প্রকার রিয়াকে বয়কট করে দিয়েছেন সিনেপ্রেমীরা। কারণ বলিউড জগতে সুশান্তের অনুরাগী ছিলেন না এরকম মানুষ খুব কমই আছেন।





তবে আজকাল ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন রিয়া চক্রবর্তী। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতেও কামব্যাক করেছেন রিয়া। সম্প্রতি কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে তার চেহেরে চলচ্চিত্রটি। রিয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমির মতো ব্যক্তিত্বরা।যদিও সিনেমাটি কে বয়কট করে দেওয়া হয়েছে তবুও অমিতাভ এবং ইমরানের অভিনয়ের দরুন কিছুটা হলেও এটি বক্স অফিসে সাফল্য লাভ করতে পারেবলে আশা প্রকাশ করছেন প্রযোজকরা।





কিন্তু এই চলচ্চিত্রটি মুক্তি পাওয়া ছাড়া এই মুহূর্তে আর হাতে কোন রকমের কাজ নেই রিয়া চক্রবর্তীর।জানা যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে কাজ খুঁজছেন অভিনেত্রী। ইতিমধ্যেই হায়দ্রাবাদ থেকে কাজের খোঁজে মুম্বাই ফিরেছেন অভিনেত্রী। মুম্বাইতে অনেক স্টুডিওর বাইরেই রিয়াকে দেখা গিয়েছে।পাপারাৎজিদের ক্যামেরায় সেইসব মুহূর্ত ধরা পড়ার পর অনেকেই মনে করছেন হয়তো কাজের খোঁজেই প্রত্যেকটি স্টুডিওর দরজায় ঘুরছেন রিয়া।





তবে এরই মধ্যে রিয়ার একটি কাজ নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। দিন কয়েক আগেই নিজের ইনস্টাগ্রাম স্টোরি থেকে করোনা আক্রান্ত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই বিতর্কিত অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, কোনরকম সাহায্যের জন্য তার সাথে যোগাযোগ করা যেতে পারে।





এমনকি একটি অক্সিজেন রিফিলিং নম্বরও শেয়ার করেছেন তিনি। তবে তা সত্ত্বেও সুশান্তের ভক্ত এবং নেটিজেনরা তাকে কটাক্ষ করতে ছাড়েননি। তবে এইসব কোনকিছুকেই তোয়াক্কা না করে বর্তমানে নিজের ব্যক্তিগত জীবনে এগিয়ে যাওয়ার জন্যই ব্যস্ত রয়েছেন একসময়ের বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী।









