অন্নপ্রাশনে খুদের সামনে রাখা হল টাকা ও সোনা সহ অনেক কিছু, দৌড়ে এসে টাকা ধরলো খুদে, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- একটা বাড়িতে যখন কোন বাচ্চা জন্ম নেয় তখন খুশি আনন্দে বাঁধ থাকে না । সীমানা পেরিয়ে যায় সেই সমস্ত আনন্দে আ-ত্মহা-রা মুহূর্তগু-লি । তারপর থেকে প্রতিনিয়ত নতুন নতুন কিছু ধরনের অভিজ্ঞতা আমাদের মধ্যে সঞ্চয় হয় । তাকে নিয়ে সারাটা দিন কেটে যায় এবং বিন্দু বিন্দু করে গঠিত হয় তাকে নিয়ে সপ্ন । বড় হয়েছে ওই করবে বড় হয়ে মেয়ে এমন কিছু একটা করে দেখাবে এই কাজের সাথে যুক্ত হবে এই ধরনের নানান প্রশ্ন বা নানা ইচ্ছে আমাদের মধ্যে প্রতিনিয়ত জাগ্রত হতে থাকে।পরিবারের কোন সন্তান জন্ম নেওয়ার মানে সেই পরিবারে প্রাণসঞ্চার হওয়া ।





কখনো কখনো একাকীত্ব দূর হয় ছোট বাচ্চাদের সাথে থাকলে । কিন্তু যে নিয়ম বা রীতিনীতি আমাদের মধ্যে দেখা যায় তা কখনো কখনো আমাদেরকে ভাবিয়ে তোলে হাসিয়ে তোলে বা অ-বাক করে তোলেন । না এখানে কান্নার কোন জায়গা নেই । কারণ এটি সম্পূর্ণ আনন্দের মুহূর্ত হয় প্রত্যেকের কাছে । যেমনটা দেখা গেল এই ভিডিওতে। প্রসঙ্গত উল্লেখ্য সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত উন্নত করে চলেছেন ।





দেশ-বিদেশের প্রান্তরের ছ-ড়িয়ে ছি-টিয়ে থাকা খবর গু-লিকে একত্রিত করছে শুধুমাত্র ইন্টারনেট এর সহযোগী এবং তুলে ধরেছে আমাদের মুঠোফোনের স্ক্রিনে । যার ফলে ফ্যানের তলায় বাড়িতে বসেই আমরা সেই সমস্ত ঘটনাবলি সাক্ষী থাকতে পারছি । তার পাশাপাশি আনন্দ উপভোগ করতে পারছি জ্ঞান অর্জন করতে পারছি । তাই সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। সম্প্রতি যে ভিডিওটি প্রকাশিত হয়েছে ইউটিউবে সেখানে দেখা যাচ্ছে যে একটি বাচ্চা ছেলের অন্নপ্রাশন হচ্ছে এবং এ অন্নপ্রাশনের আগে থালাতে করে বিশেষ কিছু জিনিসপত্র তার সামনে রেখে দেওয়া হয় ।





বই-খাতা টাকাপয়সা চাকুরী বা আরো অনেক ধরনের জিনিসপত্র রেখে দেওয়া হয় এবং একটি পরিবারভিত্তিক নির্ভর করে । অর্থাৎ বিভিন্ন পরিবারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জিনিস এর তারতম্য দেখা যায়। এরপর সেই বাচ্চা ছেলেটি বা মেয়েটি নিজের আনমনে যে জিনিসটি কে স্পর্শ করে সর্বপ্রথম সেই জীবিকা সাথে আগামী দিনে যুক্ত হবে এমনটা অনুমান করে বাড়ির লোকেরা । ধরুন কোনো একটি ছেলে বা মেয়ে প্রথমে এসে বই খাতা কে স্পর্শ করলো তাহলে মনটা অনুমান করা যেতে পারে যে সে পড়াশোনা অত্যন্ত মেধাবী একজন ছাত্র বা ছাত্রী হবে । এই ঘটনার চিত্র তুলে ধরেছে সেই ভিডিও টি । ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছেন নেট মাধ্যমে ।














