বড় কুয়োয় প-ড়ে গেছে কো-ব’রা সাপ, উ-দ্ধার করতে দড়ি ধরে কুঁ-য়োতে নামতেই ঘটলো বিশাল বি-পত্তি,তুমুল ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন: বর্তমানে সোশ্যাল মিডিয়া দিন প্রতিদিন আমাদের আরো উন্নততর করে তুলছে। সোশ্যাল মিডিয়ার সাহায্যে আমরা পৃথিবীর প্রতিটি কোণার খবর খুব সহজেই জেনে নিতে পারি মুহূর্তের মধ্যে। খুব সহজেই আমাদের কাছে এই খবরগু-লি চলে আসে।পূর্ববর্তী সময়ে সাধারণত চিঠি আদান-প্রদানের মাধ্যমে আমরা দূরবর্তী স্থানের সাথে যোগাযোগ বজায় রাখ-তাম। কিন্তু বর্তমান সময়ে সেই নিয়মের অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে।





অনেক বিশেষজ্ঞরা মনে করেন সোশ্যাল মিডিয়া গণমাধ্যম এর থেকেও বেশি শক্তি-শালী হয়ে উঠছে ক্রমাগত। গণমাধ্যম অর্থাৎ টেলিভিশন, সংবাদপত্র প্রভৃতির আগেই সোশ্যাল মিডিয়াতে যে কোন খবর ছড়িয়ে পড়তে থাকে। আমরাও যেকোনো সংবাদ প্রাপ্তির জন্য নেটদুনিয়ার উপরেই সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকি।





সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধুমাত্র দূরবর্তী স্থানের সাথে যোগাযোগ বজায় রাখা নয়, নানান ধরনের প্রতিভার বিকাশও লক্ষ্য করা যায়। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই রানু মন্ডল এর মত প্রতিভার খোজ পেয়েছি আমরা। স্টেশনে গান গাইতে থাকা এই রানু মন্ডল এর খোঁজ পেয়ে অতীন্দ্র চক্রবর্তী নামে এক যুবক তা ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেন।এখান থেকেই আমাদের রানুদি এতটাই জনপ্রিয়তা পান যে বলিউডের গান গাইতে সক্ষম হন।





লকডাউন এরপর থেকেই সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের নির্ভ-রশীলতা আরো বেড়ে চলেছে। তার কারণ লকডাউন মানুষের জীবনে বিশাল পরিবর্তন এনে দিয়েছে। ঘর বন্দী অবস্থায় থাকার পর লকডাউন চলা-কালীন মানুষ স্বাভাবিক ভাবেই নিজেদের বিভিন্ন প্রতিভার বিকাশ ঘটিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই সময় অনেককেই দেখা গিয়েছে নিজেদের নাচ বা গানের, আবৃত্তির বা রান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে।





সম্প্রতি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এমন এক ব্যক্তির ভিডিও ভাইরাল হয়েছিল যিনি নিজের প্রাণের তো-য়াক্কা না করে বি-ষধর সাপের ছো-বল থেকে কিছু মানুষকে প্রাণে বাঁচিয়েছিলেন। ঠিক একই রকমভাবে দিন দু-য়েক আগে নেট দুনিয়ায় শোর-গোল ফেলে দিয়েছে সা-পের একটি অপর ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে কুয়োর মধ্যে কোন ভাবে একটি কোবরা সাপ পড়ে গিয়েছে। গ্রামবাসীরা সেটি দেখতে পেয়ে উদ্ধারকারীদের খবর দেন।





সেখানে উদ্ধারকারী অর্থাৎ আকাশ যাদব এবং তার দলবল উপস্থিত হয়। রীতিমতো কোমরে দড়ি বেঁ-ধে কুয়োতে ওই সাপটিকে উ-দ্ধার করতে নামেন এক যুবক। কিন্তু নিরাপত্তার অভাব বোধ করার কারণে খুব সহজেই সাপটিকে উ-দ্ধার করা সম্ভব হয়নি। এত মানুষ দেখে বোধ করি ক্ষুব্ধ হয়ে গিয়েছিল সে। যার ফলস্বরূপ সাপটিকে ধরার জন্য যুবককে অনেকটাই বেগ পেতে হয়। বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পর শেষমেষ কোবরা টিকে ধরতে সমর্থ হয় যুবকটি।





তবে তার আগে কোবরা টি যুবককে বেশ কয়েকবার ছোবল মারার চেষ্টা করে।কিন্তু প্রশিক্ষিত এবং সাহসিকতার দরুন যুবকটি সেই ছো-বল থেকে নিজেকে প্রাণে বাঁচিয়ে নিয়েছে।”সর্পমিত্রা আকাশ যাদব” নামে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দিন দুয়েক আগেই শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ২২ হাজার মানুষ ভিডিওটিকে দেখে ফেলেছেন।অনেকেই এত সুন্দর পদ্ধতিতে সাপটিকে ধরার জন্য ওই যুবকদের প্রশংসা করেছেন ভিডিওর কমেন্ট বক্সে।



















