ভালোবাসার মাসে ফুডপান্ডার নানান উদ্যোগ

মাঝে মধ্যে ছোট ছোট গল্পগুলো অনেক বেশি আবেগ বহন করে। ছো’ট্ট একটি কাজও আপনার প্রিয় মানু’ষকে তার প্র’তি আপনার ভা’লোবা’সা বোঝাতে স’ক্ষম। তবে ফে’ব্রুয়ারি মাসটি একটু ভিন্ন, কারণ এই মাসে আমরা প্রিয়জনের প্রতি ভালো’বাসা প্রদর্শ’নের জন্য নিয়ে থাকি বিভিন্ন মনো’মুগ্ধ’কর পদ’ক্ষেপ। কিন্তু এর মানে এই নয় যে, পরিবার-পরিজন বা প্রিয়জনদের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আপনি ছোট খাটো কিছুই করতে পারবেন না। ভালোবাসার এই মাস উদ’যাপনে ফুড’পান্ডা বাংলা’দেশ নিয়ে আসছে আকর্ষ’ণীয় ও রক’মারি সব অফার এবং ছাড়।
গ্রাহকদের জন্য একটি কিনলে একটি ফ্রি পাওয়ার সুযোগও থাকবে নি’র্দিষ্ট কিছু রেস্তোরাঁর পক্ষ থেকে। সেই’সঙ্গে ফুড’পান্ডা দেশ’ব্যাপী তা’দের পান্ডা’মার্টের ডার্ক’স্টোরগুলো থেকে যেকোনো অর্ডারের উপর দিচ্ছে ১৪% পর্যন্ত ছাড়।এছাড়াও ১৩০ টাকার বেশি মূল্যের যেকোনো অর্ডারে ‘লাভপ্যান্ডা৫০’ ভাউচার ব্যবহারে গ্রাহকরা পাবেন ৫০ টাকা ছাড় (শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রামে প্রযোজ্য) এবং ১০০ টাকার বেশি মূল্যের যেকোনো অর্ডারে ‘লাভপ্যান্ডা৩০’ ভাউচার ব্যবহারে পাবেন ৩০ টাকা ছাড় (ঢাকা ও চট্টগ্রাম ছাড়া অন্যান্য স্থানে প্রযোজ্য)।
তথ্যসূত্র : যুগান্তর